• ২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৯শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

নিষিদ্ধ

sylhetsurma.com
প্রকাশিত অক্টোবর ৭, ২০১৬

সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার স্বাক্ষরিত এক আদেশে বলা হয়েছে বিভিন্ন উৎসব উপলক্ষে আতশবাজী, পটকা ইত্যাদি ফোটানোর প্রবণতা লক্ষ্য করা যায়। এর ফলে নগরবাসীর মনে ভয়ভীতি ও আতঙ্ক সৃষ্টি হয়। এছাড়া জননিরাপত্তা বিঘিœত হওয়ার আশঙ্কাও তৈরি হয়। এমতাবস্থায় আসন্ন দুর্গাপূজা উপলক্ষে সিলেট মহানগর পুলিশ আইন, ২০০৯ এর ২৯ ও ৩০ ধারার প্রদত্ত ক্ষমতাবলে আগামী ৭ অক্টোবর ৬টা হতে ১১ অক্টোবর ১২টা পর্যন্ত সিলেট মেট্রোপলিটন এলাকার সম্মানিত নাগরিকবৃন্দের নিরাপত্তা নিশ্চিত করার স্বার্থে সিলেট মেট্রোপলিটন এলাকায় কোন প্রকার আতশবাজী, পটকা বা বিকট শব্দ হয় এমন কোন বস্তু ব্যবহার, ক্রয় বিক্রয় এবং বহন নিষিদ্ধ করা হলো। এ আদেশ ভঙ্গকারীর বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। বিজ্ঞপ্তি