• ৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৮শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

রেলস্টেশনে সিএনজি স্ট্যান্ড ম্যানেজারের উপর হামলা

sylhetsurma.com
প্রকাশিত অক্টোবর ২৩, ২০১৬

স্টাফ রিপোর্টার
দক্ষিণ সুরমার রেলস্টেশনে সিএনজি স্ট্যান্ডে ম্যানেজারের উপর হামলার ঘটনা ঘটেছে।  শনিবার বিকাল ৪টায় সিলেট রেলষ্টেশন এলাকায় ভার্থখলা মুনু মিয়া ভাড়াটিয়া জাহাঙ্গীর (৩০) নামের বখাটে মাদক সেবি সিএনজি স্ট্যান্ডে ম্যানেজারকে মারধর করে। গুরুতর আহত হন সিএনজি স্যান্ডের ম্যানেজার মো. ফারুক মিয়া (৪৫)। তিনি দক্ষিণ সুরমা থানার সিলাম ইউনিয়নের মৃত মাখন মিয়ার ছেলে।  স্থানীরা জানান, শনিবার বিকাল ৪টায় মাদক সেবন করে জাহাঙ্গীর রেলস্টেশনে এসে জোরপূর্বক একটি সিএনজি নিয়ে যেতে চাইলে স্ট্যান্ডে ম্যানেজার তাকে বাধা দেন। সে নেশা থাকায়  ফারুক মিয়া তাকে এখন থেকে চলে যাওয়ার অনুরোধ করতে থাকেন। এতে সে ক্ষিপ্ত হয়, ফারুক মিয়া কোন কিছু বুঝে উঠার আগে দৌড়ে এসে তাকে মাটিতে ফেলে মারধর শুরু করে। এতে তার মুখে দিয়ে রক্ত বের হতে থাকে এবং মাথায় আঘাত পান। পরে স্থানীরা তাকে উদ্ধার করে নিকট বর্তী ফার্মেসিতে নিয়ে যান।  স্থানীরা আরো জানান, জাহাঙ্গীর এই এলাকার একজন চিহ্নিত মাদক সেবী ও ছিনতাইকারি।  সে রাতে রেলষ্টেশন এলাকায় বিভিন্ন সময় ছিনতাইসহ নানা রকম অপরাধ মূলক কর্মকান্ড করে থাকে।
এব্যাপারে দক্ষিণ সুরমা টার্মিনাল ফাঁড়ির ইনচার্জ এস আই রিপন দাশের সাথে যোগাযোগ করলে তিনি জানান; এ বিষয়ে আমাদের কাছে এখনো কেউ কোন অভিযোগ নিয়ে আসেনি। অভিযোগ আসলে আইনগত ব্যবস্থা নেয়া হবে ।