• ৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ , ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৫শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

ভারতীয় খাসিয়ার গুলিতে বাংলাদেশী নিহত : আহত তিন

sylhetsurma.com
প্রকাশিত নভেম্বর ১০, ২০১৬

স্টাফ রিপোর্টার
সিলেটের গোয়াইনঘাট উপজেলার সোনারহাট সীমান্তে ভারতীয় খাসিয়ার গুলিতে এক বাংলাদেশী নাগরিক নিহত হয়েছেন । নিহত ব্যক্তি উপজেলার পান্তুমাই গ্রামের আব্দুল গফুর মিয়ার ছেলে বাচ্চু মিয়া (৩৫) । এ ঘটনায় গুলিদ্ধি হয়ে গুরুতর আহত হয়েছেন একই গ্রামের আজির উদ্দিনের ছেলে তিন সহোদর আব্দুর সবুর মিয়া, ফয়জুল ইসলাম ও আব্দুল কাইয়ুম। স্থানীয় সূত্রে জানা যায়,  বুধবার ভোরে সোনারহাট সীমান্তের ১২৬৯ নং পিলার  সংলগ্ন এলাকা দিয়ে ভারতের অভ্যান্তরে অবৈধ অনু প্রবেশ করেন বাচ্চু মিয়া ও তার সহযোগিরা। এসময় তাদেরকে লক্ষ্য করে ভারতীয় খাসিয়ারা গুলি ছুঁড়ে। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন বাচ্চু মিয়া। এঘটনায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয় আরও তিন ব্যক্তি। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,ভারতীয় খাসিয়াদের গুলিতে এক বাংলাদেশি নিহত ও তিন সহদোর আহত হয়েছেন। বিজিবি সূত্রে জানা যায়, ভোর সাড়ে ৫টার দিকে বাচ্চু মিয়া সুপারী চুরি করতে ভারত সীমান্তের কাছে গেলে ভারতীয় খাসিয়ারা তাকে লক্ষ্য করে ছররা গুলি ছুঁড়ে। গুলিবিদ্ধ অবস্থায় নিজ বাড়িতে আসার পর বাচ্চু মিয়া মারা যান। নিহতের মরদেহ উদ্ধার করেছে বিজিবি। মরদেহ ময়না তদন্তের জন্য গোয়াইনঘাট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে। গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. সালাহ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ ব্যাপারে বিজিবি’র সোনারহাট ক্যাম্প কমান্ডার হাবিলদার শফিকুল ইসলাম জানান, গতকাল ভোরে বাচ্চু ও তার সহযোগিরা অবৈধ ভাবে ভারতে প্রবেশ করলে স্থানীয় খাসিয়ারা তাদের লক্ষ্য করে গুলি ছুঁড়ে এবং একজন নিহত ও তিন জন আহত হন।