• ১লা মে, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৮ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ২১শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

সিলেটে পটকা মাছ বিক্রি বন্ধে অভিযানে নেমেছে প্রশাসন

sylhetsurma.com
প্রকাশিত ডিসেম্বর ৮, ২০১৬

স্টাফ রিপোর্টার
সিলেটের জৈন্তাপুরে পটকা মাছ খেয়ে গত মঙ্গলবার ও বুধবারে বিষক্রিয়ায় ৭ জনের মৃত্যুর ঘটনায় চলছে তোলপাড়। ওই ঘটনায় অসুস্থ হয়ে এখনো হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১১ জন। এ বিষয়ে সর্বোচ্চ সতর্কতায় রয়েছে প্রশাসনও। সিলেটের কোথাও যেন বিষাক্ত পটকা মাছ বিক্রয় ও বিতরণ করা না হয়- এ ব্যাপারে সতর্ক দৃষ্টি রাখছে প্রশাসন। বিভিন্ন বাজারে পটকা মাছ বিরোধী অভিযানে নেমেছে ভ্রাম্যমাণ আদালত। মাইকিং করে জনসাধারণকে সতর্ক করা হচ্ছে পটকা মাছ না খাওয়ার জন্য। সিলেটের বিভিন্ন থানায়ও দেয়া হয়েছে পটকা বিরোধী অভিযান পরিচালনার নির্দেশ। এ ব্যাপারে সিলেটের বিভাগীয় কমিশনার মো: জামাল উদ্দীন আহমেদ জানান, পটকা মাছ বিক্রয় ও বিতরণ বন্ধে সিলেট বিভাগের প্রতিটি জেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার জন্য জেলা ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দেয়া হয়েছে। পাশাপাশি জনসাধারণকে সচেতন করার জন্য মাইকিং ও বিভিন্নভাবে ক্যাম্পেইন পরিচালনার উদ্যোগ নেয়া হয়েছে।
সিলেটের জেলা প্রশাসক (ডিসি) জয়নাল আবেদিন বলেন, ইতোমধ্যেই সিলেট জেলার সকল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের পটকা বিক্রি বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য বলা হয়েছে। বিশেষজ্ঞরা জানান, পটকা মাছ কোনভাবেই খাওয়া উচিত নয়। পটকার মধ্যে “টেকটাডোটক্সিন” নামক এক ধরণের বিষ থাকে। একটি পূর্ণাঙ্গ পটকা মাছের বিষে ৩০ জন মানুষের মৃত্যু ঘটতে পারে। এদিকে, বৃহস্পতিবার পর্যন্ত এ ঘটনায় আহত আর কারো মৃত্যু হয়েছে কিনা তা জানা যায়নি।