• ৩০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ২১শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

ছাতকে দেবরের লাঠি পেটায় ভাবী নিহত

প্রকাশিত ডিসেম্বর ১৪, ২০১৬

ছাতক সংবাদদাতা
ছাতকে কাটা খড়ের মালিকানা নিয়ে দেবরের লাঠির আঘাতে ভাবী শাহানারা বেগম (৪০) নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বিকেলে উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের মনিরজ্ঞাতি-গোড়াদেও গ্রামে। নিহত শাহানারা বেগম মনিরজ্ঞাতি-গোড়াদেও গ্রামের আব্দুল বাহারের স্ত্রী। এসময় মাকে বাঁচাতে এসে প্রতিপক্ষের হামলায় শাহানারা বেগমের পুত্র মুহিবুর রহমানও আহত হয়। তাকে কৈতক হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সুত্রে জানা যায়, ধান কেটে নেয়ার পর জমিতে পড়ে থাকা খড় কাটছিলেন শাহানারা বেগম  ও পাশের বাড়ির বাসিন্দা আব্দুল বাহারের চাচাতো ভাই, আব্দুল জলিলের পুত্র ও মনিরজ্ঞাতি উচ্চ বিদ্যালয়ের দপ্তরী জাহেদ আলী। বিকেলে কাটা খড়ের মালিকানা নিয়ে শাহানারা বেগম ও জাহেদ আলীর মধ্যে কথা কাটা-কাটির ঘটনা ঘটে। এ ঘটনায় ক্ষীপ্ত হয়ে জাহেদ আলী ও তার স্বজনরা লাঠি-সোটা নিয়ে শাহানারা বেগমের উপর অতর্কিত হামলা চালায়। তাকে এলোপাতাড়ী পিটিয়ে আহত করে হামলাকারীরা। এ সময় মাকে রক্ষা করতে এসে শাহানারা বেগমের পুত্র মুহিবুর রহমান (২৩) আহত হয়। গুরুতর আহত শাহানারা বেগমকে আশংকাজনক অবস্থায় প্রথমে কৈতক ও পরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। শাহানারা বেগমের মৃত্যুর সংবাদে জাহেদ আলী স্ব-পরিবারে আত্মগোপনে চলে গেছে বলে জানা গেছে। এ ঘটনায় নিহতের পুত্র মুহিবুর রহমান বাদী হয়ে ৭ জনকে আসামী করে মঙ্গলবার ছাতক থানায় একটি হত্যা মামলা (নং-২০) দায়ের করেন।