• ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ , ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৪শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

বাহরাইনের জেলে বন্দুকধারীদের হামলা : পুলিশ নিহত, ১০ বন্দি পলাতক

sylhetsurma.com
প্রকাশিত জানুয়ারি ২, ২০১৭

সিলেট সুরমা ডেস্ক :::: বাহরাইনে রোববার সশস্ত্র কয়েকজন একটি জেলখানায় হামলা চালিয়েছে। এতে এক পুলিশ সদস্য নিহত ও ১০ বন্দি পালিয়ে গেছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় একথা জানায়। জেলটিতে শিয়া বন্দিরা ছিল। সরকার বিরোধী বিক্ষোভের অভিযোগে এদের সাজা দেয়া হয়। খবর বার্তা সংস্থা এএফপি’র।
মন্ত্রণালয় টুইটারে জানিয়েছে, নিরাপত্তা বাহিনীর সদস্যরা হামলাকারীদের ধরতে অভিযান শুরু করেছে। রাজধানী মানামার দক্ষিণে জ’ কারাগারে এই হামলা চালানো হয়। মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, চার থেকে পাঁচ সদস্যের একটি সন্ত্রাসী দল স্থানীয় সময় ভোর সাড়ে পাঁচটায় এ হামলা চালায়। এ সময় তারা স্বয়ংক্রিয় রাইফেল ও পিস্তল ব্যবহার করে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরো বলা হয়, এতে এক পুলিশ নিহত ও অপর একজন আহত হয়েছে এবং ১০ বন্দি পালিয়ে গেছে।
পলাতক বন্দিদের মধ্যে সাত জন যাবজ্জীবন ও তিন জন দীর্ঘ মেয়াদী সাজা ভোগ করছিল। ‘সন্ত্রাসী কর্মকা-ের’ কারণে তাদের এ সাজা হয়।