• ৩০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ২১শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

সরানো হয়েছে বাঁশ

sylhetsurma.com
প্রকাশিত জানুয়ারি ৭, ২০১৭

কুলাউড়া সংবাদদাতা :::::: সিলেট-ঢাকা-চট্টগ্রাম রেলরুটে মৌলভীবাজারের কুলাউড়ায় হাজীপুর ইউনিয়নের ২০৬ নম্বর মনু রেলসেতুতে কাঠের স্লিপারের মাঝে লাগানো বাঁশ অপসারণ করা হয়েছে। অকেজো স্লিপারগুলো বদলে নতুন স্লিপার বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে।    বাংলাদেশ রেলওয়ের শ্রীমঙ্গল কার্যালয়ের ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী আলী আজম এ তথ্য জানান।
রেলওয়ে সূত্রে জানা গেছে, মনু নদের ওপর স্থাপিত এই সেতুটির দৈর্ঘ্য প্রায় ৩০০ মিটার। সেতুতে রেললাইনে ২০৮টি কাঠের স্লিপার বসানো রয়েছে। এর মধ্যে বেশ কিছু স্লিপারের নাট-বল্টু খুলে পড়ে গেছে। এসব স্লিপার যাতে স্থানচ্যুত না হয়, সেজন্য এর ওপর ফালি করা বাঁশ পেরেক লাগান হয়েছিল।

উল্লেখ্য, সিলেট-আখাউড়া রেলপথের মনু রেলসেতুর কাঠের অর্ধেক স্লিপার নষ্ট হয়ে যাওয়ায় সেগুলো রক্ষায় ব্যবহার করা হয় বাঁশ। রেল লাইন থেকে যাতে স্লিপার স্থানচ্যুত না হতে পারে, সেজন্য সেগুলোর ওপর পেরেক ঠুকে ফালি করা বাঁশ স্থাপন করে রাখা হয়। এ অবস্থায় ট্রেন চলাচলের সময় দুর্ঘটনার আশঙ্কা করেন এ রুটে চলাচলকারী ট্রেন যাত্রীরা। পরে গণমাধ্যমে এ নিয়ে সংবাদ প্রকাশ হলে নড়েচড়ে বসে রেলওয়ে কর্তৃপক্ষ।