• ২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৯শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

জাফলংয়ে ভারতীয় মদসহ আটক ১

sylhetsurma.com
প্রকাশিত ফেব্রুয়ারি ২৩, ২০১৭

স্টাফ রিপোর্টার : জাফলংয়ে ভারতীয় মদসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। সিলেট জেলার পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামানের নির্দেশে জেলা গোয়েন্দা শাখা (উত্তর) জোন এর অফিসার ইনচার্জ জহির উদ্দিন মোহাম্মদ তৈমুর আলীর তত্ত্বাবধানে গোয়েন্দা শাখার  এসআই মোঃ আব্দুল মোতালেব এর নেতৃত্বে এসআই মো: মশিউর রহমান, এএসআই তরুন মজুমদার, এএসআই নৃপেশ চন্দ্র দেব, এএসআই ফুলন চন্দ্র দেবসহ পুলিশ সদস্যরা ২৩ ফেব্রুয়ারী বিকেল সাড়ে ৪ টায় গোয়াইনঘাট  থানার ০৩নং পূর্ব জাফলং ইউনিয়নের বল¬াঘাট এলাকায় “মাদকদ্রব্য উদ্ধার, চোরাচালান প্রতিরোধ ও প্রকাশ্যে জুয়াবিরোধী অভিযান” পরিচালনা করে অবৈধ ভারতীয় তৈরী ৩০ (ত্রিশ) বোতল অফিসার্স চয়েজ মদ, অনুমান মূল্য (৩০ী৫০০)=১৫,০০০/-(পনের হাজার) টাকাসহ মোঃ হালিম (২২)কে গ্রেফতার করেন। সে গোয়াইনঘাট থানার মোহাম্মদপুর গ্রামের মৃত ফকু মিয়ার ছেলে। সিলেট জেলার পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামান জানান মাদকের করাল গ্রাস থেকে যুব সমাজকে রক্ষার জন্য অনুরূপ অভিযান অব্যাহত থাকবে এবং বিভিন্ন ধরনের অপরাধীদের বিরুদ্ধে তথ্য দিয়ে সিলেট জেলা পুলিশকে সহযোগিতা করার জন্য সিলেটবাসীকে আহবান জানান নবাগত পুলিশ সুপার।