• ৭ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ , ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ , ১৮ই জিলকদ, ১৪৪৪ হিজরি

সিলেটে ড্রেন খনন করতে গিয়ে পাওয়া গেল ১১টি মর্টার শেল

sylhetsurma.com
প্রকাশিত এপ্রিল ১২, ২০১৭

 সিলেট সুরমা ডেস্ক : সিলেট নগরীর দরগা মহল্লা এলাকায় ড্রেন খননের সময় সেখান থেকে ১১টি মর্টার শেল উদ্ধার করা হয়েছে। বুধবার (১২ এপ্রিল) সকাল ১০টার দিকে এ মর্টার শেলগুলো উদ্ধার করা হয়। জানা যায়, নগরীর পরিচ্ছন্নতা রক্ষা ও জলাবদ্ধতা নিরসনের লক্ষে সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) উদ্যোগে ড্রেন খনন কার্যক্রম চলছে। এর অংশ হিসেবে দরগা মহল্লা এলাকায় মাজারের পেছনের অংশে মেডিকেল কলেজের ছাত্রাবাসের পাশের ড্রেন খনন করার সময় শ্রমিকরা মর্টার শেলগুলোর সন্ধান পান। সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবিব ও সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌছুল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তারা ধারণা করছেন, মর্টাল শেলগুলো ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময়কার হতে পারে। মর্টার শেলগুলো পরীক্ষার জন্য পুলিশ ও র‍্যাবের বোমা বিশেষজ্ঞদের খবর দেয়া হয়েছে বলে জানিয়েছেন ওসি গৌছুল হোসেন।