• ৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৭শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

প্রবাসে গমন উপলক্ষে তরুন সংগঠক শিপলুকে সংবর্ধনা প্রদান

sylhetsurma.com
প্রকাশিত এপ্রিল ১৭, ২০১৭

দক্ষিণ সুরমার কদমতলী গ্রামের বাসিন্দা স্বর্ণশিখা সমাজ কল্যান সমিতির আপ্যায়ন সম্পাদক মো. শিপলু আহমদ’র সৌদি আরব গমন উপলক্ষে সংবর্ধনা প্রদান করা হয়েছে। ১৬ এপ্রিল রাত সাড়ে ৮ টায় কদমতলী এলাকার যুব সমাজের পক্ষ থেকে ফরহাদ রহমান ও মেহেদী হাসান সাজাই এর সৌজন্যে তাকে সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে বিশেষ অথিতি  ছিলেন ২৬ নং ওয়ার্ড কাউন্সিলর রোটারিয়ান হাজী তৌফিক বকস্ লিপন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ২৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আখতার রশীদ চৌধুরী, মো. মুহিবুর রহমান, ইঞ্জিনিয়ার ও তরুন সমাজসেবী বাবলু হোসেন হৃদয়, শিপু বক্ত, মোহন আহমদ, পাপ্পু আহমদ, সুজন আহমদ, মাসুদ রানা, কাজল আহমদ, সয়মন, মুস্তাকিম, সৌকিন, ইমরান, সাবুদ্দিন, রায়হান, টিপু, মিনহাজ, রবিন, মান্না, মুন্না, জুয়েল, সামাদ, সামস প্রমুখ।
১৮ এপ্রিল দুপুর ১২ টায় মো. শিপলু আহমদ সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে রোয়ানা হবেন এবং ১৯ তারিখ সকাল ৮ টায় তিনি সৌদি আরবের পথে বাংলাদেশ ত্যাগ করবেন। প্রেস-বিজ্ঞপ্তি।