• ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ , ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৪শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

ছাত্রদল নেতা সাজাইকে গ্রেফতারের প্রতিবাদে তাৎক্ষনিক মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্টিত

sylhetsurma.com
প্রকাশিত এপ্রিল ২৫, ২০১৭

সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সদস্য ও ২৬ নং ওয়ার্ড ছাত্রদলের যুগ্ম-আহবায়ক তরুন সংগঠক মেহেদী হাসান সাজাইকে গ্রেফতারের প্রতিবাদে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্টিত হয়েছে। সোমবার সন্ধ্যায় দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিলটি দক্ষিণ সুরমার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কদমতলী পয়েন্টে এসে প্রতিবাদ সভায় মিলিত হয়। সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম-সম্পাদক ওলিউর রহমানের সভাপতিত্বে ও জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক এনামুল হক ও সুহেল ইবনে রাজার পরিচালনায় প্রতিবাদ সভায় জেলা ছাত্রদলের যুগ্ম-সম্পাদক আলতাফ হোসেন সুমন প্রধান বক্তা হিসেবে বলেন, মেহেদী হাসান সাজাইকে পরিকল্পিত সাজানো মামলায় পুলিশ গ্রেফতার করে প্রমাণ করেছে স্বাধীন রাষ্ট্রে স্বাধীন রাজনীতি ও গণতন্ত্র বর্তমান সরকারের কাছে নিরাপদ নয়। মেহেদী হাসান সাজাই একজন পরিচ্ছন্ন ছাত্রদল নেতা হিসেবে উল্লেখ করে তিনি আরো বলেন,সাজাই তরুণ বয়সে ছাত্র রাজনীতিতে সুনাম অর্জন করায় একটি মহল তাকে আইনের চোখে অপরাধী বানানোর জন্য উঠেপড়ে লেগেছে। সাজাইকে আটক রেখে ছাত্রদলের অগ্রযাত্রাকে ব্যাহত করা যাবেনা।  তিনি অচিরেই সাজাইয়ের মুক্তির দাবির পাশাপাশি তাকে গ্রেফতারের নিন্দ্বা ও প্রতিবাদ জানান। মহানগর ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক রাসেল আহমদ তার বক্তব্যে বলেন,সাজাইকে যে মামলায় গ্রেফতার দেখানো হয়েছে,সেই মামলার সাথে সাজাই কোনোভাবে জড়িত নয়। সাজাইকে দমিয়ে রাখতে ঐ সাজানো মামলায় গ্রেফতার করেছে পুলিশ। জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান বলেন,মেহেদী হাসান সাজাই রাজনীতির পাশাপাশি এলাকার সাধারণ মানুষের সেবা করে আসছে। সাজাইয়ের জনপ্রিয়তা দেখে সরকার দলীয় পাতি নেতাদের রক্তচক্ষুতে সে পরিনত হয়। আর এ জন্য তাকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে। প্রতিবাদ সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্যে রাখেন,বিএনপি নেতা শ্রী বাবু উজ্জ্বল রঞ্জন চন্দ,জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক কবির আহমদ চৌধুরী উজ্জ্বল,জেলা ছাত্রদলের সদস্য মিনার হোসেন লিটন,২৬ নং ওয়ার্ড ছাত্রদলের সিনিয় যুগ্ম-আহবায়ক ফাহিম বক্ত শিপু, যুগ্ম-আহবায়ক ফরহাদ রহমান, ছাত্রদল নেতা শাহরিয়ার রিমন,জামিল আহমদ। প্রতিবাদ সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ছাত্রদল নেতা রুবেল আহমদ,টিটু আহমদ,তালহা আহমদ,সামাদ আহমদ,শাকিল আহমদ,সুবেল,সাব্বির,শাকিল আহমদ,রোমান আহমদ,রুহুল আমিন,মান্না আহমদ,নুরুল,লায়েক,আনোয়ার,ইমরান, জুয়েল,তারেক,সাগর, রাজু,অর্ণব, রাজন, সুহেল,রায়হান, আহমদ,মাসুদ রানা,পাপ্পু, সায়মন,মোহন,মোস্তাকিন,রোকন, তপু,সুজন,এমরান,সৌখিন, অপু,মান্না, রবিন,সামাদ প্রমুখ। প্রেস-বিজ্ঞপ্তি।