• ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ , ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৪শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

দক্ষিণ সুরমায় তীর খেলা : ২ জুয়াড়ীকে ১ মাস করে কারাদন্ড

sylhetsurma.com
প্রকাশিত মে ১১, ২০১৭

স্টাফ রিপোর্টার : দক্ষিণ সুরমায় ভারতীয় তীর খেলার দায়ে ২ জুয়াড়ীকে ১ মাস করে কারাদন্ড দিয়েছেন ভ্রম্যমান আদালত। গতকাল বিকেলে কেন্দ্রীয় বাস টারর্মিনাল এলাকায় দক্ষিণ সুরমা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সায়েদ মোস্তফা তাদেরকে এ কারাদন্ড দেন। দন্ডপ্রাপ্তরা হচ্ছে- গোয়াইনঘাট থানার ফতেপুর ইউনিয়নের ইসলামনগর গ্রামের মৃত খলিলুর রহমানের পুত্র আঙ্গুর আহমদ (৩৫) ও দক্ষিণ সুরমা উপজেলার মোল্লারগাঁও ইউনিয়নের হাজরাই মাঝপাড়ার লতিফ উল্লার পুত্র পংকি মিয়া (৪২)। গতকাল সোমবার পুলিশ তাদেরকে জেল হাজতে প্রেরণ করেছে। পুলিশ জানায়, নগরীর দক্ষিণ সুরমা কেন্দ্রীয় বাস টারর্মিনাল এলাকায় ভারতীয় তীর খেলা হচ্ছে। গোপনে এমন সংবাদ পেয়ে দক্ষিণ সুরমা ফাঁড়ি পুলিশের ইনচার্জ এসআই রিপন দাসের নেতৃত্বে একদল পুলিশ সেখানে অভিযান চালিয়ে জুয়াড়ী আঙ্গুর আহমদ ও পংকি মিয়াকে আটক করলেও অন্যান্য জুয়াড়ীরা পালিয়ে যায়। এ সময় তাদের কাছ থেকে তীর খেলার বিভিন্ন আলামত উদ্ধার করে পুলিশ। পরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তাদেরকে উল্লেখিত কারাদন্ড দেয়া হয়েছে।