• ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ , ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৪শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

সাংবাদিকদের ওপর নজরদারির নির্দেশনা প্রত্যাহার

sylhetsurma.com
প্রকাশিত মে ২০, ২০১৭

সিলেট সুরমা ডেস্ক : বাংলাদেশি সাংবাদিকদের বিদেশ ভ্রমণের কর্মকাণ্ড নজরদারিতে রাখার সিদ্ধান্ত প্রত্যাহার করেছে বাংলাদেশ সরকার।  পররাষ্ট্র মন্ত্রণালয় ওই আদেশ প্রত্যাহার সংক্রান্ত একটি নোটিশ শুক্রবার (১৯ মে) বাংলাদেশের দূতাবাসগুলোতে পাঠিয়ে দেওয়া হয়েছে। নির্দেশনা সংবলিত একটি চিঠি দূতাবাসগুলোতে পাঠানোর ৩ দিনের মাথায় তা প্রত্যাহার করা হয়েছে বলে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।  বাংলাদেশের সাংবাদিকরা বিদেশে গিয়ে দেশের স্বার্থবিরোধী কোনো তৎপরতায় লিপ্ত আছে কি না সে বিষয়ে নজরদারির নির্দেশ দিয়ে বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বাংলাদেশের দূতাবাসগুলোতে একটি চিঠি পাঠানো হয়। তবে এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সংবাদ মাধ্যমকে কিছু জানানো হয়নি।