• ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ , ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৫শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

জগন্নাথপুরে এলাকাবাসীর ধাওয়া খেয়ে ডাকাত দলের পলায়ন

sylhetsurma.com
প্রকাশিত মে ২৮, ২০১৭

জগন্নাথপুর প্রতিনিধি :  সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর গ্রামের মদব্বির ঠিকাদারের বাড়িতে শনিবার (২৭ মে) রাত সাড়ে নয়টায় ডাকাত দলের একটি সংঘবদ্ধ চক্র হানা দেয়ার চেষ্টা করলে এলাকাবাসীর ধাওয়া খেয়ে পালিয়ে যায়।   জানা যায়, এলাকার লোকজন যখন রমজান মাসের প্রথম দিনের তারাবির নামাজ আদায় করছিলেন ঠিক সেই সময় নিরবতার সুযোগ নিয়ে ডাকাতদের ২৫-৩০ জনের একটি সংঘবদ্ধ চক্র নৌপথে হানা দেওয়ার চেষ্টা করে। বাড়িতে থাকা লোকজন ডাকাত দলের উপস্থিতি টের পেয়ে চিৎকার শুরু করলে সাথে সাথে এলাকাবাসী এগিয়ে আসলে ডাকাতরা পালিয়ে যায়।
তাৎক্ষনিকভাবে পুলিশকে বিষয়টি অবহিত করলে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ হারুন অর রশিদ ও এসআই সাইফুল আলম’র নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে দ্রুত ছুটে যায়। কিন্তু পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই ডাকাত দল এলাকাবাসীর ধাওয়া খেলে পালিয়ে যায়।    এ ব্যাপারে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ হারুন অর রশীদ চৌধুরী জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে দ্রুত পৌছাই কিন্তু কাউকে পাওয়া যায়নি।