• ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ , ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৪শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

জাফলংয়ে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটর সাইকেল আরোহী নিহত, বাসে অগ্নিসংযোগ

sylhetsurma.com
প্রকাশিত জুন ১২, ২০১৭

গোয়াইনঘাট সংবাদদাতা :  জাফলংয়ে বেপরোয়া গতির যাত্রীবাহী বাসের ধাক্কায় এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত ব্যক্তি গোয়াইনঘাট উপজেলার কৈ-কান্দিরপাড় গ্রামের তোতা মিয়ার পুত্র ইউসুফ মিয়া (২৫)। এ ঘটনায় স্থানীয় জনতা বিক্ষুব্ধ হয়ে ওই বাসটি ভাংচুর করে আগুন ধরিয়ে দেয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রবিবার সকালে ইউসুফ মোটর সাইকেলযোগে মামার বাজার থেকে জাফলং আসছিলেন। এ সময় জাফলং থেকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে আসা দ্রুতগতির যাত্রীবাহী একটি বাস চট্ট মেট্রো-ব ১১-০৪৭৩ সাকসেস কোচিং সেন্টারের সামনে তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ইউসুফ নিহত হন। এঘটনায় স্থানীয় জনতা ওই বসটিতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে থানার ওসি (তদন্ত) হিল্লোল রায়সহ পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন ও লাশের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরী করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেন।
ওসি দেলওয়ার হোসেন বলেন সড়ক দুর্ঘটনা ও বাসে অগ্নিসংযোগের খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।