• ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ , ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৫শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

হিন্দু বাড়ি ভাংচুর মামলার ৮ আসামীর জামিন নামঞ্জুর

sylhetsurma.com
প্রকাশিত জুলাই ৭, ২০১৭

সিলেট সুরমা ডেস্ক : হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের কাশিমপুর গ্রামের হিন্দু বাড়ি ভাংচুর মামলার ৮ আসামীর জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেছেন আদালত।

বৃহস্পতিবার ৮ আসামী হবিগঞ্জ যুগ্ম জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে বিজ্ঞ বিচারক কাউছারুল আলম তাদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।

গত ১ জুলাই শনিবার কাশিমপুর গ্রামের সজল পাল ও সুনীল পালের বাড়িতে হামলা করে ভাংচুর করে একই গ্রামের আব্দুস সালাম ও তার লোকজন। এ ঘটনায় সুনীল চন্দ্র পাল বাদি হয়ে মাধবপুর থানায় একটি মামলা দায়ের করেন।

এই মামলার ৮ আসামী বৃহস্পতিবার আদালতে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করলে বিজ্ঞ বিচারক তাদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করার নির্দেশ দেন। এরআগে বুধবার পুলিশ মামলার প্রধান আসামী ইউপি সদস্য আব্দুল কাদির ও ১১ নং আসামী আলমগীর হোসেনকে গ্রেপ্তার করে।