• ১লা মে, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৮ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ২২শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

পোপের সফর রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে সাহায্য করবে : কারডিনাল

sylhetsurma.com
প্রকাশিত নভেম্বর ২৬, ২০১৭

বাংলাদেশে নিযুক্ত ক্যাথলিক প্রধান কর্মকর্তা পাট্রিক ডি’ রোজারিও আশা প্রকাশ করেছেন যে, পোপ ফ্রান্সিসের মিয়ানমার সফর রোহিঙ্গা শরণার্থীদের অপসারণে প্রয়োজনীয় সহযোগিতা করবে। প্রতিবেশি দুই রাষ্ট্রের মধ্যে রোহিঙ্গা সংকট এখন বৈশ্বিক আলোচনার শীর্ষে।
গত সপ্তাহে বাংলাদেশ সীমান্তে বিশ্বের বৃহত্তম শরণার্থী শিবিরে অবস্থানরত বিপুলসংখ্যক শরণার্থীর মধ্যে কিছু সংখ্যককে মিয়ানমারে ফিরিয়ে নেয়ার ব্যাপারে চুক্তি হয়েছে, তবে কার্ডিনাল পাট্রিক ডি’ রোজারিও হুঁশিয়ার করেন যে, পরিস্থিতি ভয়াবহ এবং এর সমাধান বেশ জটিল।
ঢাকার আর্চ বিশপ ডি’রোজারিও ফ্রান্সিসের সফর প্রক্কালে এএফপিকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘আমি রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরে যাওয়ার ব্যাপারে আশাবাদী।’
তিনি বলেন, ‘আন্তর্জাতিক সম্প্রদায় এ বিষয়ে প্রত্যাশী এবং হলি ফাদারের সফর অনেককে সেদিকে ধাবিত করবে।’
জাতিসংঘ শরণার্থী সংস্থা বলেছে, রোহিঙ্গাদের নিরাপদে মিয়ানমারের রাখাইন রাজ্যে ফিরিয়ে আনার পরিস্থিতি সৃষ্টি হয়নি এবং বাংলাদেশ তাদের জন্যে প্রকৃতপক্ষে অস্থায়ী আশ্রয় প্রদান করেছে। (বাসস/এএফপি)