• ২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ২০শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

সিলেট তামাবিল অটোরিক্সা স্ট্যান্ডে চাঁদাবাজি : প্রতিরোধ, আটক ১

sylhetsurma.com
প্রকাশিত ডিসেম্বর ১২, ২০১৭

সিলেট নগরীর বন্দরবাজারস্থ সিলেট তামাবিল অটোরিক্সা স্ট্যান্ডে চাঁদা আদায় নিয়ে দুপক্ষে উত্তেজনা বিরাজ করছে। মঙ্গলবার এক পক্ষ স্ট্যান্ড দখল ও শ্রমিকদের কাছ থেকে চাঁদা আদায় করতে গেলে অপর পক্ষ তাদের প্রতিরোধ করে। এ সময় পুলিশ এক চাঁদাবাজকে আটক করে। সিলেট তামাবিল সিএনজি অটোরিক্সা স্ট্যান্ড পরিচালনা কমিটির আহ্বায়ক আজমল আলী ও যুগ্ম আহ্বায়ক রফিক মিয়া সাংবাদিকদের জানান, দীর্ঘদিন ধরে একটি কুচক্রি মহল আমাদের স্ট্যান্ড দখলে নিয়ে চাঁদাবাজির পায়তারা করছে। এরই অংশ হিসেবে গতকাল মঙ্গলবার সকালে শ্রমিক নামধারীরা ১৫/২০ জনের একদল সশস্ত্র সন্ত্রাসী স্ট্যান্ড দখলে নিতে হামলা চালায়। এসময় স্ট্যান্ডে থাকা পরিবহণ শ্রমিকরা তাদের প্রতিরোধ করে। খবর পেয়ে সিলেট কোতোয়ালী মডেল থানা পুলিশ ঘটনাস্থলে যায় এবং নাজিম নামের এক সন্ত্রাসীকে আটক করে। পরে অজ্ঞাত কারনে তাকে ছেড়ে দেওয়া হয়। সিলেট কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ গৌছুল হোসেন জানান, স্ট্যান্ডে চাঁদা আদায় নিয়ে গোলযোগ সৃষ্টি হলে পুলিশ গিয়ে তা বন্ধ করে দেয়। প্রেস-বিজ্ঞপ্তি।