• ৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৭শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবসে দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কর্মসূচী

sylhetsurma.com
প্রকাশিত ডিসেম্বর ১২, ২০১৭

১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম কেন্দ্রীয় কমিটির উদ্যোগে সূর্যোদয়ের সাথে সাথে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিত, কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ, সকাল ৮টায় উত্তর জিন্দাবাজারস্থ রেড ক্রিসেন্ট হাসপাতালের সামনে জমায়েত হয়ে একটি শোক শোভাযাত্রা বের হবে। পরে শহীদ বুদ্ধিজীবী ডা. শামসুদ্দিন সহ শহীদের স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হবে।
১৫ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে সংগঠনের স্থায়ী কমিটির সদস্য মুক্তিযোদ্ধা খলিলুর রহমানের নগরীর চন্দনটুলাস্থ বাসায় বীর মুক্তিযোদ্ধাদের সাথে কুশল বিনিময় অনুষ্ঠিত হবে।
মহান বিজয় দিবস ১৬ ডিসেম্বর উপলক্ষে দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম কেন্দ্রীয় কমিটির উদ্যোগে সূর্যোদয়ের সাথে সাথে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলন। সকাল ৮টায় উত্তর জিন্দাবাজারস্থ পয়েন্টে গণজমায়েত হয়ে চৌহাট্টস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে লাখো শহীদদের উদ্দেশ্যে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করা হবে। সকাল ১০টায় মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবন্ধুর এম.এ.জি ওসমানীর মাজার জিয়ারত। দুপুর ১টা ৪৫ মিনিটে বন্দরবাজার জামে মসজিদে দোয়া ও পাঠানটুলাস্থ কালীবাড়ী মন্দিরে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হবে।
উপরোক্ত কর্মসূচীগুলোতে সংগঠনের সর্বস্তরের নেতাকর্মী ও শুভাকাঙ্খীদের যথাস্থানে উপস্থিত থাকার আহবান জানিয়েছেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মকসুদ হোসেন। বিজ্ঞপ্তি