• ২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৯শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

বিদ্যুৎ ও জ্বালানি খাতে অর্থলগ্নিকারী প্রতিষ্ঠানসমূহের বিনিয়োগকে অগ্রাধিকার দেয়া হবে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী

প্রকাশিত মার্চ ২, ২০১৮
বিদ্যুৎ ও জ্বালানি খাতে অর্থলগ্নিকারী প্রতিষ্ঠানসমূহের বিনিয়োগকে অগ্রাধিকার দেয়া হবে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী

সিলেট সুরমা ডেস্ক : বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, বিদ্যুৎ ও জ্বালানি খাতে অর্থলগ্নিকারী প্রতিষ্ঠানসমূহের বিনিয়োগকে অগ্রাধিকার দেয়া হবে।আইএফসি’র এশিয়া প্যাসিফিক অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট শ্রীজান্না স্টয়েলজেকভিক গতকাল প্রতিমন্ত্রীর সাথে তাঁর দপ্তরে সাক্ষাৎ করতে আসলে তিনি এসব কথা বলেন।আইএফসি’র ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশে আরো বড় আকারে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করে বলেন, তিনি বাংলাদেশে আইএফসি’র সম্পৃক্ততা আরো বাড়াতে চান। সৌরশক্তি, এলএনজি, ট্রান্সমিশন ইত্যাদি খাতে বিনিয়োগ করতে চান।প্রতিমন্ত্রী আইএফসি’র আগ্রহকে স্বাগত জানিয়ে বলেন, সোলার চার্জিং স্টেশন, বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ, মিনি গ্রিড, প্রি-পেইড মিটার স্থাপন, সোলার রুফটপ, দীপাঞ্চল ও পাহাড়ি এলাকায় সোলার বা বিদ্যুতায়নের জন্য আগামী ১০ বৎসরে ৩০ থেকে ৫০ বিলিয়ন ডলার প্রয়োজন। সরকারি বা বেসরকারি কোম্পানিগুলোতে আইএফসি বা অন্য অর্থলগ্নিকারী প্রতিষ্ঠানসমূহের দ্রুততার সাথে বিনিয়োগকে সরকার উৎসাহিত করছে।এ সময় অন্যান্যের মাঝে পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসাইন ও আইএফসি’র কান্ট্রি ডিরেক্টর ওয়েন্ডি ওয়ার্নার উপস্থিত ছিলেন। ২ মার্চ, ২০১৮ (বাসস)