• ২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ২০শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

মৌলভীবাজারে সরকারি জমি নিয়ে সংঘর্ষে নিহত ২,আহত ৩০

প্রকাশিত জুলাই ১৪, ২০১৮
মৌলভীবাজারে সরকারি জমি নিয়ে সংঘর্ষে নিহত ২,আহত ৩০

সিলেট সুরমা ডেস্ক : মৌলভীবাজারে সরকারি জমি নিয়ে বিরোধের জের ধরে দুইজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ জন।শনিবার (১৪ জুলাই) সকাল ৯টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।নিহতরা হচ্ছেন, লামুয়া গ্রামের মালেক মিয়া (৫০) এবং পূর্ব লামুয়া গ্রামের শফিক মিয়া (৩৫)।জানা যায়, সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের লামুয়া গ্রামে দীর্ঘদিন যাবত সরকারি জমি নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছি। গতকাল বিকেল থেকে উত্তেজনার মাত্রা বৃদ্ধি পেলে উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষ হয় এতে ৫ জন গুরুতর আহত হলে তাদেরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।সেই ঘটনায় আজ শনিবার সকালে দুই পক্ষ আবারো রক্তক্ষয়ী সংঘর্ষ বাঁধলে এতে উভয় পক্ষের একজন করে দুইজন ঘটনা স্থলেই নিহত হয় এবং আহত হয় অন্তত ৩০ জন।এ বিষয়ে মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ জানান, এই ঘটনায় ৬/৭ জনকে আটক করা হয়েছে।