• ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৭ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

চেক জালিয়াতী মামলার পলাতক আসামী সুহেলের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি

sylhetsurma.com
প্রকাশিত আগস্ট ২৩, ২০১৮
চেক জালিয়াতী মামলার পলাতক আসামী সুহেলের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি

চেক ডিজনারের একটি মামলায় পূর্নাঙ্গ রায় প্রকাশ করেছেন মৌলভীবাজারের যুগ্ন দায়রা জজ ২য় আদালত । মামলার আসামী হলেন মৌলভীবাজারের জুড়ি থানার শাছপুর গ্রামের মতিন মিয়ার ছেলে নুরুল ইসলাম সুহেল। বিজ্ঞ আদালত গত ২৯ মে ২০১৮ তারিখে আসামী সুহেল কে দোষী স্যাবস্থ করে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড ও ৫ লক্ষ টাকা অর্থ দন্ড দন্ডিত করেন এবং আদালত আসামীর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেন । রায় ঘোষনার পর থেকে প্রতারণার মামলার আসামী সুহেল পুলিশের চোখ ফাঁকি দিয়ে এলাকায় অবস্থান করছে বলে অভিযোগ পাওয়া গেছে। মামলার রাষ্ট্রপক্ষের রায়ের বিবরনে জানা যায় আসামী নুরুল ইসলাম সুহেল পাওনা বাবদ ০৪/১০/২০১১ সালে অভিযোগকারী বরাবরে ৫ লক্ষ টাকার একটি চেক প্রদান করে যা অভিযোগকারী ০৮/১১/২০১২ তারিখে ব্যাংকে টাকা তুলতে গেলে ব্যাংকে অর্পযাপ্ত তহবিলের কারণে চেকটি ডিজঅনার করা হয় ।
পরে অভিযোগকারী আসামী কে ২৪/০১/২০১২ তারিখে আদালতের মাধ্যমে লিগ্যাল নোটিশ প্রদান করেন আসামীপক্ষ উক্ত নোটিশ প্রাপ্তির পরও টাকা পরিশোধ করতে না পারায় অভিযোগকারী আদালতে নালিশ দাখিল করেন । মৌলভীবাজরের বিজ্ঞ ১ম শ্রেনীর ম্যাজিষ্টেট মামলাটি বিচার কার্য নিস্পতি করার জন্য বিজ্ঞ দায়রা জজ আদালতে প্রেরণ করা হলে আদালত ১৩৮ ধারায় অভিযোগ আমলে গ্রহন করেন । যা সি আর মামলা নং ১১৭/১২ । মামলার দীর্ঘ বিচার কার্য শেষে মৌলভীবাজারের যুগ্ম-দায়রা জজ ২য় আদালত গত ২৯ মে ২০১৮ ইং তারিখে মামলার রায় প্রকাশ করেন । প্রেস-বিজ্ঞপ্তি।