• ২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৯শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

সিলেট-১ আসনে জমিয়ত প্রার্থী আলহাজ্ব রইছ উদ্দিনের মনোনয়ন পত্র ক্রয় (ভিডিও সহ)

sylhetsurma.com
প্রকাশিত নভেম্বর ২৪, ২০১৮

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মনোনয়ন প্রত্যাশী বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব হাফেজ মাওলানা মো: রইছ উদ্দিন দলীয় মনোনয়ন পত্র কিনেছেন।   গতকাল সন্ধ্যায় সিলেট নগরীর একটি অভিজাত রেষ্টুরেন্টে বিভিন্ন গণমাধ্যম কর্মী ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন। এসময় বক্তব্য রাখেন, জমিয়ত নেতা মাওলানা শাহনুর আহমদ, মাওলানা নুরুল হুদা, মাওলানা আব্দুল কাসেমী, মাওলানা আব্দুল হাই প্রমুখ। আলহাজ্ব রইছ উদ্দীন বলেন, আমি দলীয় মনোনয়ন কিনেছি। আমাকে যদি দলের পক্ষ থেকে মনোনয়ন প্রদান করা হয় তাহলে আমি নির্বাচনে প্রার্থী হবো। আমি দলের সিদ্ধান্তকেই মেনে নিবো। আমার দল বর্তমানে বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের অর্ন্তভুক্ত। আমাদেরকে যদি সম্মান জনক আসন দেয়া না হয় তাহলে দলের হাই কমান্ড বিকল্প চিন্তা করতে বাধ্য হবে। দলীয় ভাবে চুড়ান্ত মনোনয়ন পেলে আমি খেজুর গাছ প্রতীক নিয়ে নির্বাচনী যুদ্ধে অবতীর্ণ হবো। তিনি আরো বলেন, আমি সিলেট মহানগর ও সদর উপজেলায় দীর্ঘ তিন যুগ ধরে বিভিন্ন সামাজিক -সাংস্কৃতিক কাজ ও সমাজ সেবা করে আসছি। আধ্যাত্মিক রাজধানীর মান উন্নয়নে সিলেটবাসীর উন্নয়নে কাজ করতে চাই। এজন্য আবারো আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। প্রেস-বিজ্ঞপ্তি।