• ২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৯শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

খালেদার মনোনয়নপত্র বাতিল

sylhetsurma.com
প্রকাশিত ডিসেম্বর ৮, ২০১৮
খালেদার মনোনয়নপত্র বাতিল

সিলেট সুরমা ডেস্ক : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে করা আপিলের শুনানি শেষে তিন আসনেই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মনোনয়নপত্র সংখ্যাগরিষ্ঠতার রায়ে বাতিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

শনিবার (৮ ডিসেম্বর) আপিল শুনানি শেষে খালেদা জিয়ার মনোনয়ন কয়েকঘন্টার জন্য স্থগিত রাখে নির্বাচন কমিশন (ইসি)। পরে বিকেলে তা বাতিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

খালেদা জিয়ার পক্ষে ফেনী-১, বগুড়া -৬ ও ৭ এই তিন আসনে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছিল।

শুনানিতে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার প্রথমে খালেদা জিয়ার মনোনয়নপত্র বৈধ বলে রায় দেন।

এরপর রফিকুল ইসলাম এটিকে অবৈধ বলে রায় দেন। তিনি বলেন, খালেদা জিয়া সাজাপ্রাপ্ত আসামি এই কারণে তার মনোনয়নপত্র বাতিল করলাম।

এরপর কবিতা খানম ও ব্রিগেডিয়ার (অব.) শাহাদত হোসেন চৌধুরী বলেন খালেদা জিয়ার মনোনয়নপত্র অবৈধ।

পরে ইসি সচিব হেলালুদ্দীন আহমেদ বলেন, ‘মাহবুব তালুকদার মনোনয়ন বৈধ বলে রায় দিয়েছিলেন। তবে প্রধান নির্বাচন কমিশনার ও বাকি তিন কমিশনার খালেদা জিয়ার মনোনয়ন বাতিল করেছেন।