• ৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৭শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

তীর খেলা ও মাদকমুক্ত সিলেট গড়তে চান খন্দকার মুক্তাদীর

sylhetsurma.com
প্রকাশিত ডিসেম্বর ১১, ২০১৮
তীর খেলা ও মাদকমুক্ত সিলেট গড়তে চান খন্দকার মুক্তাদীর

সিলেট সুরমা ডেস্ক :  ‘তীর খেলা ও মাদকমুক্ত’ সিলেট গড়তে চান সিলেট-১ আসনে বিএনপি সমর্থিত ঐক্যফ্রন্টের প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদীর। মঙ্গলবার সিলেট প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। তিনি বলেন, গত কয়েক মাস ধরে সিলেটে বিএনপি’র ৬ শতাধিক নেতা-কর্মী কারাবন্দী রয়েছেন। নির্বাচনী কার্যক্রম শুরুর পর থেকে তিনজন ইউপি চেয়ারম্যানসহ আরো ১২/১৩ জন নেতা-কর্মী গ্রেফতার হয়েছেন। এটা নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ডের অন্তরায় বলে তিনি মন্তব্য করেন। বিএনপি আন্দোলনের অংশ হিসাবে এ নির্বাচনে অংশ নিয়েছে বলে মন্তব্য করেন তিনি।
সংবাদ সম্মেলনে সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, জেলা বিএনপির সেক্রেটারী আলী আহমদ আহমদ, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সেক্রেটারী আজমল বখত সাদেক এবং সিটি কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী উপস্থিত ছিলেন।