• ২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৯শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

ছুটির দিনেও প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা

sylhetsurma.com
প্রকাশিত ডিসেম্বর ১৪, ২০১৮
ছুটির দিনেও প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা

সিলেট সুরমা ডেস্ক : সিলেটে ছুটির দিন শুক্রবারেও প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করেছেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীরা।

শুক্রবার (১৪ ডিসেম্বর) সকাল ১০টায় সিলেট-১ আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ড. এ কে আবদুল মোমেন প্রচারণা চালান নগরীর কাজীটুলা ও নয়াসড়ক এলাকার আশেপাশে।

এ সময় তার সাথে ছিলেন জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

ঐক্যফ্রন্ট নেতা আ স ম আব্দুর রবের ‘সিলেটে গত দশ বছরে কোন উন্নয়ন হয়নি’ এমন বক্তব্যের প্রতিবাদ জানিয়ে তারা বলেন, সিলেটে গত দশ বছরে তিনি একদিনও সিলেটে আসেন নাই, সেখানে তিনি সিলেটের উন্নয়ন কিভাবে দেখবেন। গত দশ বছরে হাজার হাজার কোটি টাকার উন্নয়ন হয়েছে। সেই ধারাবাহিকতা রক্ষায় আবারো সবাইকে নৌকা প্রতীকে ভোট দেয়ার আহবান জানান তারা।

এরপর বেলা ১১টায় জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতা-কর্মীরা বুদ্ধিজীবী দিবসে চৌহাট্টা এলাকায় বুদ্ধিজীবী কবরস্থানে পুস্পস্তবক অর্পণ করেন।

অপর দিকে বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আবদুল মুক্তাদির সকালে সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরীকে সাথে নিয়ে প্রয়াত বিএনপি নেতা সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমানের কবর জিয়ারতের জন্য মৌলভীবাজারে পৌঁছান।

মৌলভীবাজার থেকে ফিরে সদর উপজেলার মাসুকবাজার এলাকায় তার গণসংযোগ চালানোর কথা রয়েছে।

এদিকে সকাল থেকেই সিলেটের সবকটি আসনে উৎসবমুখর পরিবেশে প্রচারণা চালাচ্ছেন বিভিন্ন জোট, মহাজোট ও স্বতন্ত্র প্রার্থীরা। ৬টি আসনের ৪০ জন প্রার্থী সকাল থেকেই প্রচারণায় নেমেছেন। উপজেলাগুলোতে বাজারকেন্দ্রিক প্রচারণা চালান তারা।