• ৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ , ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৫শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

ক্ষমতাসীনরা অন্যায়-অত্যাচার শুরু করেছে : শফি চৌধুরী

sylhetsurma.com
প্রকাশিত ডিসেম্বর ২৭, ২০১৮
ক্ষমতাসীনরা অন্যায়-অত্যাচার শুরু করেছে :  শফি চৌধুরী

সিলেট সুরমা ডেস্ক : সিলেট-৩ (দক্ষিণ সুরমা-ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) আসনে জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত সংসদ পদপ্রার্থী সাবেক এমপি শফি আহমদ চৌধুরী বলেছেন, ভোট মানুষের পবিত্র আমানত। এই আমানত ছিনিয়ে নিতে বর্তমান ক্ষমতাসীনরা অন্যায়-অত্যাচার শুরু করেছে।  দেশের বিরোধী দলকে ঘরে জিম্মি করে তারা মানুষের ভোটের অধিকার হরণ করতে চায়। আওয়ামী লীগের নেতাকর্মীরা আজ একাত্তরের রাজাকারের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন।  তারা পুলিশকে দিয়ে আমার নির্বাচনী এজেন্টদের বাসাবাড়িতে তল্লাশি আর হামলা চালাচ্ছেন।  ইনশাআল্লাহ আগামী রোববার জনগণ ধানের শীষে ভোট দিয়ে এসব অত্যাচারের জবাব দিবেন।

বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) তার নির্বাচনী এলাকা সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার দাউদপুর, মোগলাবাজার, সিলাম, জালালপুর, বরইকান্দি ও মোল্লাগাঁও ইউনিয়নে সর্বশেষ গণসংযোগকালে এসব কথা বলেন।

এসময় তার সাথে ছিলেন, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ, জেলা বিএনপির সহ সভাপতি ও দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সভাপতি হাজী শাহাব উদ্দিন, জেলা বিএনপির উপদেষ্টা ফালাকুজ্জামান চৌধুরী জগলু, সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা আতাউর রহমান টুনু, অধ্যক্ষ জিল্লুর রহমান সুয়েব, সাধারণ সম্পাদক শামীম আহমদ, যুক্তরাজ্য বিএনপির সহ সভাপতি গোলাম রব্বানী, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও কুচাই ইউনিয়ন বিএনপির সভাপতি বজলুর রহমান ফয়েজ, বিএনপি নেতা আতাউর রহমান আতা, শামসুর রহমান শামীম, ছাত্রনেতা আজিজুর রহমান লায়েক প্রমুখ।