• ২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৯শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

পাঠানটুলায় ছড়া দখল করে গড়ে উঠেছে অবৈধ স্থাপনা : সিসিকের উচ্ছেদ অভিযান

sylhetsurma.com
প্রকাশিত জানুয়ারি ১০, ২০১৯
পাঠানটুলায় ছড়া দখল করে গড়ে উঠেছে অবৈধ স্থাপনা : সিসিকের উচ্ছেদ অভিযান

সিলেট সুরমা ডেস্ক : সিলেট নগরীর পাঠানটুলা কালীবাড়ি ছড়া ও আশেপাশের এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে সিলেট সিটি করপোরেশন।

বৃহস্পতিবার বিকেলে সিটি মেয়র আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ছড়া সংলগ্ন অবৈধ দোকানপাট ও বসতবাড়ি উচ্ছেদ করা হয়।

এসময় ছড়ার তীর ঘেঁষে আদমশাহ জামে মসজিদ মার্কেট ও এর পাশের কয়েকটি বস্তিঘরে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।

সিটি আরিফুল হক চৌধুরী জানান, এই ছড়া ঘিরে অবৈধভাবে বেশকিছু দোকানপাট, বিল্ডিং ও বস্তি গড়ে উঠেছে। ধারাবাহিক অভিযানের মাধ্যমে এসব স্থাপনা উচ্ছেদ করা হবে। এর আগে এসব অবৈধ দখল অপসারনে কয়েকদফা নোটিশ দেওয়া হয়েছে। কিন্তু দখলদাররা স্থাপনা অপসারণ করেননি।
দখলদার যত প্রভাবশালী হোক না কেন, অভিযান অব্যাহত থাকবে বলেও জানান সিটি মেয়র।

তবে, আক্রোশের বশেই এমন অভিযান চালানো হচ্ছে বলে অভিযোগ করেন কয়েকজন দোকান মালিক।