• ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ২২শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

“পুলিশকে সহায়তা করুন, পুুলিশের সেবা গ্রহণ করুন”

sylhetsurma.com
প্রকাশিত জানুয়ারি ২৭, ২০১৯
“পুলিশকে সহায়তা করুন, পুুলিশের সেবা গ্রহণ করুন”

“পুলিশকে সহায়তা করুন, পুুলিশের সেবা গ্রহণ করুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে অদ্য ২৭ জানুয়ারি হতে ০২ ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশ সেবা সপ্তাহ-২০১৯ পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এ উপলক্ষ্যে সিলেট জেলা পুলিশের উদ্যোগে পুলিশ সুপার, সিলেট এর কার্যালয় হতে বর্নাঢ্য র‌্যালী’র আয়োজন করা হয়। র‌্যালী শেষে সিলেট জেলার পুলিশ সুপার মো: মনিরুজ্জামান পুলিশের সেবার মান বৃদ্ধি এবং জনগণের কাছে সেবা সহজে পৌঁছে দেয়ার উদ্দেশ্যে সেবা সংশ্লিষ্ট সকলের প্রতি বিভিন্ন দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি তাঁর বক্তব্যে ট্রাফিক ব্যবস্থা জোরদার করণ, হেলমেটবিহীন মোটরসাইকেল চালনা রোধ, ওয়ানস্টপ সার্ভিসের মাধ্যমে পুলিশ ভেরিফিকেশন নিষ্পত্তি, অনলাইন পুলিশ ক্লিয়ারেন্স সেবা সহজীকরণ, বিডি পুলিশ হেল্প লাইন এ্যাপ ব্যবহারে জনগণকে উৎসাহী করা, জাতীয় জরুরী সেবা-৯৯৯-এ ফোন করে জরুরী মূহুর্তে পুলিশের সেবা প্রার্থীকে সেবা প্রদান, থানায় সার্ভিস ডেলিভারী সেন্টার স্থাপনের মাধ্যমে দ্রুততম সময়ে সেবা নিশ্চিতকরণ, কমিউনিটি পুলিশ ও ওপেন হাউজ-ডে সভা আয়োজনের মাধ্যমে অপরাধীর মনে ভীতি সঞ্চারের উদ্যোগ গ্রহণ করার বিষয়ে গুরুত্বারোপ করেন। প্রেস-বিজ্ঞপ্তি।