• ৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৭শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

প্যানেল মেয়র লিপন বকস্’র নেতৃত্বে অপরাধের আস্তানা উচ্ছেদ (ভিডিওসহ)

sylhetsurma.com
প্রকাশিত জানুয়ারি ২৮, ২০১৯
প্যানেল মেয়র লিপন বকস্’র নেতৃত্বে অপরাধের আস্তানা উচ্ছেদ (ভিডিওসহ)

প্যানেল মেয়র লিপন বকস্’র নেতৃত্বে অপরাধের আস্তানা উচ্ছেদ

স্টাফ রিপোর্টার : সিলেট সিটি কর্পোরেশনের ২৬ নং ওয়ার্ডের কদমতলী ফেরিঘাট এলাকার একটি কলোনীতে দীর্ঘদিন ধরে স্বামী স্ত্রী পরিচয়ে অনৈতিক কর্মকান্ড ও মাদক ব্যবসা চলে আসছিলো। এলাকার লোকজন প্রথমে টের পাননি। দিনের আলো কিংবা রাতের আধাঁরে ঐ কলোনীকে ঘিরে নামী দামী মানুষের আনাগোনা লক্ষ্য করেন এলাকার লোকজন। তারা বিষয়টি সিলেট সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র(১) ও ২৬ নং ওয়ার্ডের পর পর দুই বারের কাউন্সিলর রোটারিয়ান তৌফিক বকস্ লিপনকে অবগত করলে তিনি গত ২৬ জানুয়ারী একাই বীরদর্পে স্থানীয় বাসিন্দাদের সাথে নিয়ে কলোনী থেকে অপরাধীদের উচ্ছেদ করেন। প্যানেল মেয়র ও কাউন্সিলর তৌফিক বকস্ লিপনের সাহসিকতায় অপরাধীরা এলাকা ছাড়া হওয়ায় কদমতলীর সচেতন নাগরিকবৃন্দ তাকে ধন্যবাদ জানান।
উল্লেখ্য, স্থানীয় লোকজন জানান, ফেরিঘাট এলাকার ঐ কলোনীর মালিক কামাল বকস্ লন্ডনে অবস্থানকালীন সময়ে তার অজান্তে ময়না ও চায়না নামের একটি সংঘবদ্ধ দল কলোনীর দুটি কক্ষ ভাড়া নিয়ে অনৈতিক কার্যকলাপসহ মাদকের ব্যবসা করে আসছিলো। এদের কারণে এলাকার উঠতি বয়সী যুব-সমাজের নৈতিক চরিত্রের অবক্ষয় দেখা দেয়। ইয়াবা, বাবা নামীয় মাদক ও বিক্রি করতো অপরাধীরা।