• ৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৭শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

একুশে পদক প্রাপ্ত সুষমা দাস’র কাছ থেকে সম্মাণনা স্মারক গ্রহন করলেন দুই বীর সূর্যসন্তান

sylhetsurma.com
প্রকাশিত ফেব্রুয়ারি ১৫, ২০১৯
একুশে পদক প্রাপ্ত সুষমা দাস’র কাছ থেকে সম্মাণনা স্মারক গ্রহন করলেন দুই বীর সূর্যসন্তান

শতভিষা

নারীদের নিয়ে গড়া সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘শতভিষা’র আয়োজনে শুক্রবার বিকাল ৪ টায় কবি নজরুল অডিটোরিয়ামের মুক্ত মঞ্চে অনুষ্টিত হয়েছে “মুক্তির কথা”। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শিল্পকলায় (সংগীত) বিশেষ অবদানের জন্য ২০১৭ সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক একুশে পদক প্রাপ্ত সুষমা দাস। অনুষ্ঠানে মহান স্বাধীনতা যুুদ্ধে সাহসিকতা ও অনন্য অবদানের জন্য দুই বীর সূর্যসন্তান বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়। তারা হলেন বাংলাদেশ কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কাউন্সিলের সহ-সাংগঠনিক সম্পাদক দক্ষিণ সুরমার কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা এডভোকেট রফিকুল হক ও বীর মুক্তিযোদ্ধা নিজাম উদ্দিন লস্কর ময়না। একুশে পদক প্রাপ্ত সুষমা দাস দুজনের হাতে এ সম্মাননা স্বারক তুলে দেন। বীর মুক্তিযোদ্ধা এডভোকেট রফিকুল হক সম্মাননা স্বারক গ্রহনের পূর্বে এক সংক্ষিপ্ত বক্তব্যে প্রদানকালে সিলেট তথা দক্ষিণ সুরমাসহ বিভিন্ন স্থানে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন।  প্রেস-বিজ্ঞপ্তি।