• ৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ , ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৫শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

নগরীতে বাংলা বানান অভিযান : সচেতনতা মূলক কর্মসূচী

sylhetsurma.com
প্রকাশিত ফেব্রুয়ারি ২০, ২০১৯
নগরীতে বাংলা বানান অভিযান : সচেতনতা মূলক কর্মসূচী

নগরীতে ‘বাংলা বানান অভিযান : সচেতনতা মূলক কর্মসূচী

সিলেট সুরমা ডেস্ক : ভাষার মাস ফেব্রুয়ারিতে দেশব্যাপী সচেতনতা মূলক কর্মসূচীর অংশ হিসেবে সিলেট নগরীতেও শুরু হয়েছে বাংলা বানান অভিযান।

মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) কর্মসূচীর প্রথম দিন সিলেটের বিভিন্ন ফুলের দোকান ও আর্ট ঘরে অমর একুশে ভাষা শহিদদের শ্রদ্ধাঞ্জলি লেখা ব্যানার, ফেস্টুন ইত্যাদির বাংলা বানান সংশোধন করে বাংলা একাডেমি কর্তৃক বানানরীতির প্রচলন করতে সচেতনতা চালান স্বেচ্ছাসেবকরা।

আজ বুধবার (২০ ফেব্রুয়ারি) কর্মসূচীর দ্বিতীয় দিনের মতো অভিযানে নেমেছে চলছে স্বেচ্ছাসেবকরা। এ প্রতিবেদন লিখা পর্যন্ত তারা সিলেট নগরীর জিন্দাবাজার, চৌহাট্টা, জেলরোড , নাইওরপুল ও মেন্দিবাগ এলাকার বিভিন্ন ফুলের দোকান ও আর্টঘর গুলোর সামনে অবস্থান নিয়ে সেখানে ভুল বানান সংশোধন করে দিচ্ছেন।

আকিজ প্লাস্টিক এর সৌজন্যে সিলেটের ‘বাংলা বানান অভিযান’ চলবে ২১ শে ফেব্রুয়ারি পর্যন্ত। তিন দিনব্যাপী এই অভিযানে অংশ নিচ্ছেন সিলেটের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থী , শিক্ষক, সাংবাদিক, সাংস্কৃতিক কর্মীরা।