• ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ , ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৫শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

চামেলীবাগ প্রিমিয়ার ফুটবল লীগের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ

sylhetsurma.com
প্রকাশিত মার্চ ২, ২০১৯
চামেলীবাগ প্রিমিয়ার ফুটবল লীগের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ

চামেলীবাগ প্রিমিয়ার ফুটবল লীগেরফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ

চামেলীবাগ প্রিমিয়ার ফুটবল লীগ-২০১৯ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার রাতে মেজরটিলা খাদিমপাড়া ইউনিয়নের চামেলীবাগ ছোট মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। আল-আমিন জামেয়া’র শিক্ষক খলিলুর রহমানের সভাপতিত্বে ও মানিক মিয়ার পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চামেলীবাগ মসজিদের মোতাওয়াল্লী ফখরুজ্জামান নিজাম উদ্দিন। এসময় তিনি বলেন, খেলাধুলার যুব সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করে। মন ও দেহ গঠনে খেলাধুলার গুরুত্ব অপরীসিম। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা করতে শিশুর মানসিক বিকাশ ও শারিরীক উন্নতি হয়। পাড়া মহল্লায় এরকম ছোট ছোট টুর্নামেন্ট দিলে এ থেকে দক্ষ খেলোয়াড় গড়ে তোলা সম্ভব। এরকম টুর্নামেন্ট থেকেই খেলোয়াড় বাছাই করা হয় এবং জাতীয় পর্যায়ে খেলে তারা সম্মান বয়ে আনে।

বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক আব্দুল ওয়াহিদ সোহেল। এছাড়াও উপস্থিত ছিলেন মকবুল হোসেন, আকরাম হোসেন কাফুল প্রমুখ। ফাইনাল খেলা নোমান ফাইটার্স বনাম এডিফাই স্পোর্টিং ক্লাবের মধ্যে হয়। খেলায় ১-০ গোলে এডিফাই স্পোর্টিং ক্লাবকে হারিয়ে বিজয়ী হয় নোমান ফাইটার্স। একমাত্র গোলটি করেন সানি। নোমান ফাইটার্স হয়ে খেলেন শাহিন, শাহরিয়ার আহমদ সাক্কু, সানি, রাহি সাজন। ফাইটার্সের টিম ম্যানেজার কবির আহমদ। টুর্নামেন্টের আয়োজন করেন রাকিব খাঁন, এসএম রনি, মো. ওয়াদুদ খান, মো. জুবের আহমদ, মো. রিয়াজ আহমদ। খেলা শেষে বিজয়ী নোমান ফাইটার্সকে এলইডি টিভি পুরস্কার প্রদান করেন প্রধান অতিথি সহ অতিথিবৃন্দ। প্রেস-বিজ্ঞপ্তি।