• ২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৯শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

বঙ্গবন্ধুর জন্মদিনে সাংবাদিক ও মাতৃভাষা গবেষক জিল্লুর রহমানের সাক্ষাৎকার

sylhetsurma.com
প্রকাশিত মার্চ ২০, ২০১৯
বঙ্গবন্ধুর জন্মদিনে সাংবাদিক ও মাতৃভাষা গবেষক জিল্লুর রহমানের সাক্ষাৎকার

সাংবাদিক জিল্লুর রহমান

সিলেট সুরমা ডেস্ক : বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে সাংবাদিক, পরিবেশ, মানবাধিকার সংগঠক ও মাতৃভাষা গবেষক মোঃ জিল্লুর রহমান এক সাক্ষাৎকারে বলেন, বঙ্গবন্ধু ১৯২০ সালের ১৭ মার্চ গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় জন্ম গ্রহন করেন। বাঙালি জাতির মুক্তির জন্য সরাটা জীবন তিনি সংগ্রাম করেছেন। মুক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলন সহ মানুষের অধিকার বাস্তবায়নে বঙ্গবন্ধুর অবদান ছিল প্রশংসনীয়। মাতৃভাষা নিয়ে আমি ৮/১০ বছর থেকে কাজ করছি, ভাষা সংগ্রামে যারা জড়িত ছিলেন তাদের কাছ থেকে জানা যায় ১৯৪৭ সালের ৬ ও ৭ সেপ্টেম্বর ঢাকায় অনুষ্ঠিত পূর্ব পাকিস্তানের কর্মী সম্মেলনে ভাষা বিষয়ক কিছু প্রস্তাব গৃহীত হয়। তখন গৃহীত প্রস্তাবগুলো পাঠ করেন সেদিনের ছাত্রনেতা শেখ মুজিবুর রহমান। ভাষা সম্পর্কিত প্রস্তাব উত্থাপন করে তিনি বলেন পূর্ব পাকিস্তান কর্মী সম্মেলন প্রস্তাব করিতেছে যে, বাংলা ভাষাকে পূর্ব পাকিস্তানের লিখার বাহন ও আইন আদালতের ভাষা করা হউক।এরকম বিভন্ন ভাবে তিনি ভাষা আন্দোলনে জড়িত ছিলেন। বঙ্গবন্ধু ভাষা আন্দোলনের পূর্ব থেকে মানুষের অধিকার ও স্বাধীন ভাবে জীবন যাপনের জন্য সংগ্রাম করে যাচ্ছেন। ১৯৫৪ সালের যুক্তফ্রন্টের নির্বাচন, আইয়ুব বিরোধী আন্দোলন, ১৯৭০-এর নির্বাচন, ৭ই মার্চের ভাষনে স্বাধিনতার ডাক, যার ফলে মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল। তাই বঙ্গবন্ধুর অবদানের কথা জাতী কখনো ভুলতে পারবেনা।