• ৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ , ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৬শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

পবিত্র শবে বরাতের রাতে শাহজালাল মাজারে ধর্মপ্রাণ মুসল্লিদের ভিড়

sylhetsurma.com
প্রকাশিত এপ্রিল ২২, ২০১৯
পবিত্র শবে বরাতের রাতে শাহজালাল মাজারে ধর্মপ্রাণ মুসল্লিদের ভিড়

সিলেট সুরমা ডেস্ক : মুসলিম সম্প্রদায়ের কাছে পবিত্র রাত শবে বরাত । রোববার পালিত হচ্ছে পবিত্র শবে বরাত। শবে বরাত উপলক্ষ্যে রোববার সন্ধ্যা থেকে সিলেটের হযরত শাহজালাল (র.) মাজারে ভিড় করেছেন মুসল্লীরা।

শাহজালাল (র.) মাজার জিয়ারত, কবর জিয়ারত, নামাজ আদায়ের জন্য অসংখ্য ধর্মপ্রাণ মানুষ সমবেত হয়েছেন মাজার এলাকায়। হযতর শাহপরাণ (র.) মাজারেও সন্ধ্যা পর থেকে উপচে পড়া ভিড়। ইবাদত-বন্দেগিতে মহিমান্বিত এই রাত পার করছেন তাঁরা।

এছাড়া মানিক পীর কবরস্থানসহ নগরীর বিভিন্ন কবরস্থানেও হাজির হচ্ছেন নগরীর ধর্মপ্রাণ মানুষরা।

পবিত্র কোরআন শরিফ তিলাওয়াত, জিকির-আসকার আর নফল নামাজ আদায়ের মধ্য দিয়ে বান্দাদের ভাগ্য নির্ধারণের মহিমান্বিত রাত পবিত্র শবে বরাত অতিবাহিত করছেন তারা