• ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৬ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

‘পদ্মা সেতু যারা চায় না, তারাই শিশুবলি ও ছেলেধরা গুজবের হোতা’

sylhetsurma.com
প্রকাশিত জুলাই ২৪, ২০১৯
‘পদ্মা সেতু যারা চায় না, তারাই শিশুবলি ও ছেলেধরা গুজবের হোতা’

সিলেট সুরমা ডেস্ক : তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, পদ্মা সেতু যারা চায় না, তারাই ‘শিশুবলি ও ‘ছেলেধরা’ গুজবের হোতা।

বুধবার (২৪ জুলাই) সচিবালয়ের নিজ দপ্তরে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, আমরা জানি, গত কয়েকদিন ধরে সমগ্র বাংলাদেশে ছেলেধরা গুজব ছড়িয়ে অনেক নিরীহ মানুষকে গণপিটুনি দিয়ে হত্যা করা হয়েছে। এগুলো সবই হত্যাকাণ্ড। যারা এই কাজগুলো করছে, তারা সবাই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। সরকার তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে। একইসঙ্গে এ ধরনের গুজব যাতে না ছড়াতে পারে, তার জন্য নানাবিধ ব্যবস্থা নেওয়া হয়েছে।

হাছান মাহমুদ বলেন, আপনারা জানেন যে, ঘটনার সত্যতা হচ্ছে— পদ্মা সেতুতে শিশুবলি দিতে হবে বলে গুজব ছড়ানো হয়েছে। সেটির পরিপ্রেক্ষিতেই কিছু ডালপালা ছড়িয়ে এই হত্যাকাণ্ড হয়।

মন্ত্রী বলেন, ছেলেধরা বলে অনেকের ওপর হামলা করা হয়েছে। যা অত্যন্ত অনভিপ্রেত, ন্যক্কারজনক ও আইন বহির্ভূত। আইন নিজের হাতে তুলে নিতে পারেন না। তবে এটির সঙ্গে পদ্মা সেতুতে শিশুবলি দিতে হবে বলে তারাই গুজব ছড়িয়েছে, যারা পদ্মা সেতু চায় না।