• ৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৭শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

ব্লাড ক্যান্সারে আক্রান্ত বিশ্বনাথের মাসুমা বাঁচতে চায়

sylhetsurma.com
প্রকাশিত জুলাই ৩০, ২০১৯
ব্লাড ক্যান্সারে আক্রান্ত  বিশ্বনাথের মাসুমা বাঁচতে চায়

সিলেটের বিশ্বনাথে ৩য় শ্রেণির শিক্ষার্থী মাসুমা আক্তার তামিমা (১০) ব্লাড ক্যান্সারে আক্রান্ত। অসুস্থ মাসুমা বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চিবাড়ি ইউনিয়নের বাওনপুর গ্রামের রাজমিস্ত্রী মজর আলীর কন্যা।
দীর্ঘদিন চিকিৎসার পরে রাজমিস্ত্রী মজর আলী পরিবার এখন নিঃস্ব। মাসুমাকে চিকিৎসা করানোর মতো তাদের সামর্থ্য নেই। তাই দিন দিন মাসুমার অবস্থার অবনতি ঘটছে। ডাক্তার বলছে- মাসুমাকে চিকিৎসা করাতে ২৫ লক্ষ টাকার প্রয়োজন। তাকে ঢাকা পিজি হাসপাতালে নিয়ে চিকিৎসা করাতে হবে। বর্তমানে মাসুমাকে মাউন্ট এডোরা হাসপাতালে ক্যামোথেরাপী দেওয়া হচ্ছে।
৩য় শ্রেণির মেধাবী ছাত্রী মাসুমা আক্তার তামিমা বাঁচতে চায়। পৃথিবীর আলো দেখতে চায়। সমাজের বিত্তবানরা এগিয়ে আসলে, তাকে সাহায্য সহযোগিতা করলে মাসুমা বেঁচে যাবে। তাই পরিবারের পক্ষ থেকে ব্লাড ক্যান্সারে আক্রান্ত তামিমার চিকিৎসার জন্য সরকার ও বিত্তবানদের সাহায্য কামনা করেছেন মাসুমার পিতা রাজমিস্ত্রী মজর আলী। সাহায্য পাঠানোর ঠিকানা- রাজমিস্ত্রী মজর আলী ০১৭৯২-৫৪৪৬৭০ (বিকাশ পার্সনাল), মনসুর আলী (মামা) ০১৭৩০-৬৬১১৬০ (বিকাশ পার্সনাল)। প্রেস-বিজ্ঞপ্তি।