• ৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৮শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

উইমেন্স মেডিকেলে ডেঙ্গু প্রতিরোধ কর্মশালা অনুষ্ঠিত

sylhetsurma.com
প্রকাশিত আগস্ট ৭, ২০১৯
উইমেন্স মেডিকেলে ডেঙ্গু প্রতিরোধ কর্মশালা অনুষ্ঠিত

সিলেট উইমেন্স মেডিকেল কলেজে হাসপাতালে ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা মূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে হাসপাতালের কনফারেন্স রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। হাসপাতাল পরিচালক অধ্যাপক ডা: মো: ফেরদৌস হাসানের সভাপতিত্বে কর্মশালা পরিচালন করেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মোঃ ইসমাইল পাটওয়ারী।
ডেঙ্গু রোগী ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ শেষে হাসপাতালের নীচ তলায় ডেঙ্গু রোগ হেল্প ডেস্ক স্থাপনসহ চিকিৎসক ও নার্সদের দায়িত্ব বুঝিয়ে দেয়া হয়। ইনডোর বিভাগে দুইটি ওয়ার্ডকে ডেঙ্গু রোগীর জন্য আইসোলেশন ওয়ার্ড হিসাবে নির্ধারন করা হয়।
ইতোমধ্যে ডেঙ্গু রোগের পরীক্ষার মূল্যও নির্ধারণ করা হয়েছে। চিকিৎসার পাশাপাশি এডিস মশা নির্মূলে কার্যকর ভূমিকা এবং সাধারন মানুষকে সচেতন রাখার বিষয়ে কর্মশালায় অংশগ্রহণকারী সকল চিকিৎসক ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
কর্মশালায় বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, ইউনিট প্রধানসহ হাসপাতালের চিকিৎসকগন অংশগ্রহণ করেন। বিজ্ঞপ্তি