ঢাকা ২৬শে জুন, ২০২২ খ্রিস্টাব্দ | ১২ই আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৩৭ পূর্বাহ্ণ, অক্টোবর ২৪, ২০১৯
অগ্নি-বীণা ছাত্র ও সমাজ কল্যান সমিতির সাবেক সাধারণ সম্পাদক প্রবাসী কবি রেজুয়ান চৌধুরী রচিত ৩য় কাব্যগ্রন্থ ‘স্মৃতির ডায়েরি’র মোড়ক উন্মোচন করা হয়েছে। মঙ্গলবার (২২অক্টোবর) সকাল ১১টায় মোল্লাপাড়া হাজী আব্দু মিয়া কলেজে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে মোড়ক উন্মোচিত হয়।
অগ্নি-বীণা ছাত্র ও সমাজ কল্যান সমিতির সভাপতি আব্দুল হাকিমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) জুবাউর চৌধুরী ও সহ-সভাপতি সুখেন্দ কাঞ্চন শিকদারের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- বাংলাদেশ প্রগতি লেখক সংখ্যা সিলেট শাখার সভাপতি কবি গবেষক এ কে সেরাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সিলেট উদীচীর সভাপতি এনায়েত হাসান মানিক, মোল্লাপাড়া হাজী আব্দু মিয়া কলেজের অধ্যক্ষ অধ্যাপক মাহমুদ মিয়া।
আরো বক্তব্য রাখেন- উমরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া, খাদিমপুর নছিব উল্লাহ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মইন উদ্দীন চৌধুরী, অগ্নি-বীণা ছাত্র ও সমাজ কল্যান সমিতির উপদেষ্টা সদস্য শওকত আহমদ সায়মন, খাদিমপুর নছিব উল্লাহ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি হোসাইন আহমদ ছইল, অগ্নি-বীণা ছাত্র ও সমাজ কল্যান সমিতির প্রতিষ্টাতা সভাপতি শামিম আহমদ, প্রতিষ্টাতা সদস্য ফয়সল আহমেদ, মানবাধিকার কর্মী এমদাদুর রহমান, সাবেক সভাপতি সুহাদ আহমদ, সাংগঠনিক সম্পাদক রুনেল আহমদ।
এসময় উপস্থিত ছিলেন ৮নং আশারকান্দি ইউপি সদস্য মো. আব্দুস সামাদ, কাঠালখাইড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি মো. ছানু মিয়া, নোমান আহমদ, সমিতির সহ সভাপতি সাজ্জাদুর রহমান, আনিসুর রহমান চৌধুরী, জাবেদ আহমদ, জুয়েল আহমদ, সালাউর রহমান, ইসহাক আলী, পারভেজ আহমদ, মেজেল আহমদ, আতিকুর রহমান, ফয়ছল আহমদ, সেজু আহমদ, মুজাহিদ হাসান, জামিল আহমদ, সুহেল মিয়া, হেলাল মিয়া, জাহেদ আহমদ, মানিক, হৃদয়, নয়ন, শাওন আহমদ, ফরহাদ, শাহরিয়ার প্রমুখ। এছাড়াও সমিতির আরো সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তারা বলেন, কবি রেজুয়ান চৌধুরী অর্থের পেছনে নিজেকে বিলিয়ে দেননি। প্রবাসে কর্মব্যস্ত জীবনেও তিনি লেখালেখির চর্চা অব্যাহত রেখেছেন। বই প্রকাশের মাধ্যমে স্বদেশের প্রতি, বাংলা ভাষা, সাহিত্য ও সংষ্কৃতির প্রতি তাঁর ভালবাসার বহিঃপ্রকাশ ঘটেছে। বক্তারা আরো বলেন- কবিতা হচ্ছে একজন লেখকের অনুভূতি প্রকাশের মাধ্যম। কবিরা লিখার বিষয়গুলোতে ভিন্নভাবে দেখে থাকেন। তবে কবিতায় সত্য-সুন্দরের চর্চা থাকলে সমাজ উপকৃত হবে।
মোড়ক উন্মোচন শেষে এতো সুন্দর অনুষ্ঠানের আয়োজন করায় কবি রেজুয়ান চৌধুরী অগ্নি-বীণা ছাত্র ও সমাজ কল্যান সমিতির সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন ও বইটির সাফল্যের জন্য সকলের কাছে দোয়া কামনা করেন। প্রেস-বিজ্ঞপ্তি।
উপদেষ্টা সম্পাদক : ওয়াহিদুর রহমান
সম্পাদক ও প্রকাশক মো. নাজমুল ইসলাম
নির্বাহী সম্পাদক : আমিনুল ইসলাম রোকন
সিলেট থেকে প্রকাশিত।
ফোন : ০৮২১-৭১১০৬৯,
মোবাইল : (নির্বাহী সম্পাদক-০১৭১৫-৭৫৬৭১০ )
০১৬১১-৪০৫০০১-২(বার্তা),
০১৬১১-৪০৫০০৩(বিজ্ঞাপন), ইমেইল : www.sylhetsurma2011@gmail.com
ওয়েব : www.sylhetsurma.com
Design and developed by ওয়েব হোম বিডি