• ৭ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২২শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ , ৩রা রবিউস সানি, ১৪৪৬ হিজরি

প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের দু’দশক পূর্তি উৎসব পালন

sylhetsurma.com
প্রকাশিত অক্টোবর ২৮, ২০১৯
প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের দু’দশক পূর্তি উৎসব পালন

দেশের অন্যতম বেসরকারী বাণিজ্যিক ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক লিমিটেড তাদের দু’দশক পূর্তি উৎসব পালন করে। উৎসব উপলক্ষে রোববার সকালে ব্যাংকের সিলেট শাখায় এক আনন্দমুখর উৎসবের আয়োজন করা হয়েছে।
এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কেক কেটে উদ্ধোধন করেন ব্যাংকের গ্রাহক কানাডা আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি সরওয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর শ্রমিকলীগের সভাপতি ব্লু-বার্ড স্কুল এন্ড কলেজের গভর্নিং বর্ডির সদস্য বিশিষ্ট শিক্ষানুরাগী এম শাহরিয়ার কবির সেলিম।
আরো উপস্থিত ছিলেন, প্রিমিয়ার ব্যাংকের ডেপুটি ম্যানেজার মো. আবুল বাশার, কেডিট ইনচার্জ একেএম শরফ উদ্দিন, সিলেটস্থ বিশ্বনাথ সমিতির সাধারন সম্পাদক শ্রমিকলীগ নেতা সাদিকুর রহমান সাদিক, মো.মাহবুবুল হক, তাজ উদ্দিন খান আলম, সৈয়দ আল মামুন টিপু, ইয়াছিন আহমদ সুমন, নবী হোসেন জীবন, মো.রেজওয়ান, ক্বারী রমিজ উদ্দিন সহ ব্যাংকের কর্মকর্তা কর্মচারীবৃন্দ। প্রধান অতিথি সকল কর্মকর্তা ও কর্মচারীদেরকে নিরলস সেবা প্রদানের জন্য ধন্যবাদ দেন। প্রেস-বিজ্ঞপ্তি।