ঢাকা ৬ই মার্চ, ২০২১ খ্রিস্টাব্দ | ২১শে ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:১৪ অপরাহ্ণ, অক্টোবর ৩১, ২০১৯
জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতালে কোমরের ব্যথার উপর ‘লোয়ার বেক পেইন ইজ এন ইলনেস ইন সার্চ অব এ ডিজিজ’ শীর্ষক সেমিনার বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকাল ১১টায় অনুষ্ঠিত হয়।
প্রতিষ্ঠানের ফিজিক্যাল মেডিসিন এন্ড রিহ্যাবিলিটেশন বিভাগের উদ্যোগে কলেজের লেকচার গ্যালারী-১ এ অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আবেদ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক এ.কে.এম দাউদ এবং হাসপাতালের পরিচালক অধ্যাপক মো. তারেক আজাদ।
সেমিনারে চেয়ারপার্সন হিসেবে দায়িত্ব পালন করেন ফিজিক্যাল মেডিসিন এন্ড রিহ্যাবিলিটেশন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক কে.এম. মুইজ। প্যানেল এক্সপার্ট হিসেবে উপস্থিত ছিলেন- একাডেমিক কো-অর্ডিনেটর অধ্যাপক সাইরাস সাকিবা। উক্ত সেমিনারে র্যাপোর্টিয়ার হিসেবে দায়িত্ব পালন করেন ফিজিক্যাল মেডিসিন এন্ড রিহাবিলিটেশন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. ফৌজিয়া সোবহান। সেমিনারে স্পিকারের দায়িত্ব পালন করেন একই বিভাগের রেজিষ্ট্রার ডা. অদিতী দেব নাথ, সহকারী রেজিষ্ট্রার ডা. মো. ফজলুল হক ও ইনডোর মেডিকেল অফিসার ডা. জেনিফার রহমান। এছাড়াও উক্ত সেমিনারে জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতালের সর্বস্তরের শিক্ষক, চিকিৎসক এবং ছাত্রছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন। প্রেস-বিজ্ঞপ্তি।
উপদেষ্টা সম্পাদক : ওয়াহিদুর রহমান
সম্পাদক ও প্রকাশক মো. নাজমুল ইসলাম
নির্বাহী সম্পাদক : আমিনুল ইসলাম রোকন
সিলেট থেকে প্রকাশিত।
ফোন : ০৮২১-৭১১০৬৯,
মোবাইল : (নির্বাহী সম্পাদক-০১৭১৫-৭৫৬৭১০ )
০১৬১১-৪০৫০০১-২(বার্তা),
০১৬১১-৪০৫০০৩(বিজ্ঞাপন), ইমেইল : www.sylhetsurma2011@gmail.com
ওয়েব : www.sylhetsurma.com
Design and developed by ওয়েব হোম বিডি