• ৭ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২২শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ , ৩রা রবিউস সানি, ১৪৪৬ হিজরি

জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতালে সেমিনার অনুষ্ঠিত

sylhetsurma.com
প্রকাশিত অক্টোবর ৩১, ২০১৯
জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতালে সেমিনার অনুষ্ঠিত

জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতালে কোমরের ব্যথার উপর ‘লোয়ার বেক পেইন ইজ এন ইলনেস ইন সার্চ অব এ ডিজিজ’ শীর্ষক সেমিনার বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকাল ১১টায় অনুষ্ঠিত হয়।

প্রতিষ্ঠানের ফিজিক্যাল মেডিসিন এন্ড রিহ্যাবিলিটেশন বিভাগের উদ্যোগে কলেজের লেকচার গ্যালারী-১ এ অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আবেদ হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক এ.কে.এম দাউদ এবং হাসপাতালের পরিচালক অধ্যাপক মো. তারেক আজাদ।

সেমিনারে চেয়ারপার্সন হিসেবে দায়িত্ব পালন করেন ফিজিক্যাল মেডিসিন এন্ড রিহ্যাবিলিটেশন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক কে.এম. মুইজ। প্যানেল এক্সপার্ট হিসেবে উপস্থিত ছিলেন- একাডেমিক কো-অর্ডিনেটর অধ্যাপক সাইরাস সাকিবা। উক্ত সেমিনারে র‌্যাপোর্টিয়ার হিসেবে দায়িত্ব পালন করেন ফিজিক্যাল মেডিসিন এন্ড রিহাবিলিটেশন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. ফৌজিয়া সোবহান। সেমিনারে স্পিকারের দায়িত্ব পালন করেন একই বিভাগের রেজিষ্ট্রার ডা. অদিতী দেব নাথ, সহকারী রেজিষ্ট্রার ডা. মো. ফজলুল হক ও ইনডোর মেডিকেল অফিসার ডা. জেনিফার রহমান। এছাড়াও উক্ত সেমিনারে জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতালের সর্বস্তরের শিক্ষক, চিকিৎসক এবং ছাত্রছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন। প্রেস-বিজ্ঞপ্তি।