• ৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ , ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৫শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

কদমতলী থেকে কিশোর নিখোঁজ

sylhetsurma.com
প্রকাশিত নভেম্বর ৫, ২০১৯
কদমতলী থেকে কিশোর নিখোঁজ

গত ২ নভেম্বর দক্ষিণ সুরমার ২৬ নং ওয়ার্ডের কদমতলী থেকে হাফিজুল নামে ১৩ বছরের এক কিশোর নিখোঁজ হয়েছে। সে কদমতলীর একটি রেস্টুরেন্টে চাকুরি করতো। হারিয়ে যাওয়ার দিন সকালে সে কদমতলী থেকে মোমিনখলাস্থ একটি রেস্টুরেন্টে গিয়ে পরে আর কদমতলীতে ফিরে আসেনি। তার গায়ের রং শ্যামলা, মুখ মন্ডল লম্বা, উচ্চতা ৪ ফুট ৫ ইঞ্চি, হারিয়ে যাওয়ার সময় লাল শার্ট ও জিন্সের প্যান্ট তার পরনে ছিল। সে কিশোরগঞ্জের আঞ্চলিক ভাষায় কথা বলে। রেস্টুরেন্টের মালিক ও ছেলেটির পিতা-মাতাসহ আত্মীয় স্বজন অনেক খোঁজাখুঁজি করে তার কোন সন্ধান না পেয়ে দক্ষিণ সুরমা থানায় একটি জিডি করেছেন, যার নং-১৫২, তারিখ- ০৪/১১/২০১৯ইং। কোন সহৃদয়বান ব্যক্তি ছেলেটির কোন সন্ধান পেলে ০১৯৬৪-৯৯৫৬২৭ অথবা ০১৭৬২-৮৮০৪২২ এই নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে। প্রেস-বিজ্ঞপ্তি।