• ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৬ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

দক্ষিণ সুরমায় বেপরোয়া ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই-ভাবি আহত

sylhetsurma.com
প্রকাশিত মে ২৩, ২০২০
দক্ষিণ সুরমায় বেপরোয়া ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই-ভাবি আহত

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোল্লারগাঁও ইউনিয়নের ছনুপাড়া গ্রামে আপন ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই ও ভাবি গুরুতর আহত হয়েছেন। শনিবার বিকেল সাড়ে ৪ টায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন, মৃত হাজী আছকর আলীর ছেলে আবু আহমদ ইউনুস ও তার স্ত্রী খালেদা বেগম। আহত আবু আহমদ ইউনুস জানান, তার আপন ছোট ভাই আলী আহমদ দীর্ঘদিন ধরে বেপরোয়া চলাফেরা করে আসছে। পারিবারিক ভু-সম্পদ নিয়ে আলী আহমদ পূর্বে অন্যান্য ভাই আনছার আহমদ ও প্রতিবন্ধী মাহমদ আলীর উপরও হামলা চালিয়ে আহত করেছিলো। এরই ধারাবাহিকতায় শনিবার বাড়ির পুকুরে গোসল করা নিয়ে তর্কাতর্কির এক পর্যায়ে আলী আহমদ উত্তেজিত হয়ে লাঠি দিয়ে বড় ভাই আবুল আহমদ ইউনুস ও ভাবি খালেদা বেগমের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে পিটিয়ে আহত করে। ঘটনার পরপরই আহতদের স্বজনরা সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালে উপস্থিত থাকা আহতের ভাই আনছার আহমদ বলেন, তাদের ছোট ভাই আলী আহমদ পরিবারের মধ্যে উৎশৃখল ও দাঙ্গাবাজ। তার বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানায় কয়েকটি মামলা রয়েছে। মামলাগুলোর বাদী তারা নিজেরাই। আনছার আহমদ আরো বলেন, তার ভাই আলী আহমদ পরধনলোভী ও খুনি প্রকৃতির লোক। যেকোনো সময় তার হাতে যে কারো প্রাণহানী হতে পারে বলে আশংকা করছেন তারা। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি। প্রেস-বিজ্ঞপ্তি।