• ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ , ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৫শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

কদমতলীর ফেরিঘাটে জুয়ার আস্তানায় র‌্যাবের অভিযান : ৪ জুয়াড়ি গ্রেফতার

sylhetsurma.com
প্রকাশিত অক্টোবর ৪, ২০২০
কদমতলীর ফেরিঘাটে জুয়ার আস্তানায় র‌্যাবের অভিযান : ৪ জুয়াড়ি গ্রেফতার

গত ২ অক্টোবর রাত সাড়ে ১১ টায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, স্পেশাল কোম্পানি (ইসলামপুর ক্যাম্প) এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার সামিউল ইসলাম এর নেতৃত্বে র‌্যাব সদস্যরা সিলেট সিটি কর্পোরেশনের ২৬ নং ওয়ার্ডের কদমতলী ফেরিঘাটের সাবেক এক ইউপি সদস্যের মালিকানাধীন কলোনীতে অভিযান চালান। অভিযানে ঐ কলোনীর জুয়ার আসর থেকে চার জুয়াড়ীকে গ্রেফতার করা হয়।

তারা হলেন, ফেরিঘাটের মৃত আরব আলীর ছেলে হারুনুর রশিদ হারুন(৪৩), মৃত ছাইদুর রহমানের ছেলে মো. আনোয়ার(৫৪),কদমতলীর ফজলু মিয়ার ছেলে মো. আল আমিন(৩৪) ও কুচাই পূর্বপাড়া গ্রামের মৃত মাসুক মিয়ার ছেলে নুরুল ইসলাম(৩৮)।

গ্রেফতারকৃতদের কাছ থেকে ২ (দুই) বান্ডিল তাস ,বান্ডিলে ৫২ টি করে সর্বমোট = ১০৪ টি তাস,জুয়া খেলায় ব্যবহৃত ০১ টি সি­প বই ও জুয়ার আসর থেকে নগদ ১৭১৪০/-(সতেরো হাজার একশত চল্লিশ) টাকা জব্দ করেন। র‌্যাব জুয়া আইনে মামলা দায়ের করে এসএমপি সিলেট এর দক্ষিণ সুরমা থানায় ধৃত ব্যক্তিদের হস্তান্তর করেছে। প্রেস-বিজ্ঞপ্তি।