• ৭ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ , ২২শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ , ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

বৃদ্ধ হত্যার ঘটনায় মামলা, আটক

sylhetsurma.com
প্রকাশিত আগস্ট ২৯, ২০২২
বৃদ্ধ হত্যার ঘটনায় মামলা, আটক

সিলেট সুরমা ডেস্ক : সুনামগঞ্জের তাহিরপুরে ছোটদের ঝগড়াকে কেন্দ্র করে আব্দুল হাসিম (৬৫) নামে এক বৃদ্ধকে হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে নিহতের ছেলে মাসুক মিয়া বাদী হয়ে পাঁচ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেছেন।

ঘটনার সাথে জড়িত থাকার অপরাধে শহরবানু নামে এক নারীকে আটক করেছে পুলিশ।

শহরবানু উত্তর বড়দল ইউনিয়ন করইগড়া গ্রাম জমির আলীর স্ত্রী।

মামলা ও আটকের সত্যতা নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল লতিফ তরফদার।

স্থানীয়রা জানান, উপজেলার উত্তর বড়দল ইউনিয়ন বড়গোফ টিলা-কড়ইগড়ার গ্রামের আব্দুল হাসিমের (ছেলে মাসুকের ছেলে) নাতি সাকিব (১২) সাথে একেই গ্রামের জমির আলীর ছেলে নজির হোসেনের (২৩) সাথে গত মঙ্গলবার (২৩ আগস্ট) বিকেলে ঝগড়া হয়। এনিয়ে দুই পক্ষের উত্তেজনা দেখা দিলে স্থানীয় ইউপি সদস্যসহ এলাকাবাসী বসে বিচার-শালিসের মাধ্যমে সমাধান করার কথা বলেন। কিন্তু ঝগড়ার জের ধরে আজ বুধবার বিকেলে বড়গোফ টিলা-কড়ইগড়ার গ্রামের কমিউনিটি ক্লিনিকের সামনে আব্দুল হাসিমের সাথে কথা-কাটাকাটি হয় খুরশিদ, রাশিদ, জমিরসহ কয়েকজনের সাথে। এক প্রর্যায়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তারা আব্দুল হাসিমের ওপর হামলা চালায়। হামলায় গুরুতর আহত হন হাসিম। স্থানীয় বাসিন্দা ও তার পরিবারের লোকজন উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করা হয়।