• ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৯শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

চা বাগানের কারখানায় ভয়াবহ আগুন, ৫০ কোটি টাকা ক্ষতি

sylhetsurma.com
প্রকাশিত জানুয়ারি ২৭, ২০২৪
চা বাগানের কারখানায় ভয়াবহ আগুন, ৫০ কোটি টাকা ক্ষতি

হবিগঞ্জে ব্যক্তিমালিকানাধীন একটি চা কারখানায় আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। শনিবার সকালে চুনারুঘাটের লালচান্দ চা কারখানায় ভয়াবহ এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় চা শ্রমিকদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট। সকাল সাড়ে ৯টার দিকে আগুনের সূত্রপাত হয়। আগুনে ফ্যাক্টরীর মূল্যবান যন্ত্রপাতি ছাড়াও প্যাকিং গুদামে থাকা লক্ষাধিক কেজি চা পুড়ে যায়। এতে অন্তত ৫০ কোটি টাকা ক্ষতি হয়েছে বলে দাবি বাগান-সংশ্লিষ্টদের। ফায়ার সার্ভিস ও বাগান-সংশ্লিষ্টদের সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৯টার দিকে ফ্যাক্টরিতে হঠাৎ করেই ধোঁয়া দেখতে পান স্থানীয়রা। মুহূর্তেই আগুনের লেলিহান শিখা ফ্যাক্টরি ও প্যাকিং গুদামসহ আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের শায়েস্তাগঞ্জ ও হবিগঞ্জের ২টি ইউনিট স্থানীয়দের সহযোগিতায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হলেও পরীক্ষা-নিরীক্ষা শেষে প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানান ফায়ার সার্ভিসের লোকজন। লালচান্দ চা বাগানের ব্যবস্থাপক মোফাজ্জল হোসেন বলেন, ‘কীভাবে আগুন লেগেছে এখন বলতে পারছি না। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নির্দিষ্ট করে বলা যাচ্ছে না।’ হবিগঞ্জের ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক সানাউল হক বলেন, ‘খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালাই। দুপুরের দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা হচ্ছে।’