• ২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

জগন্নাথপুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

sylhetsurma.com
প্রকাশিত ফেব্রুয়ারি ১৪, ২০২৪
জগন্নাথপুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি ::: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উদযাপন উপলক্ষে আজ মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলা সম্মেলন কক্ষে প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা আল বশিরুল ইসলামের সভাপতিত্বে এতে বক্তব্য দেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিয়াদ বিন ইব্রাহিম ভুঁইয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা শারমিন আরা আশা, জগন্নাথপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) সুশংকর পাল, চিলাউড়া হলদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম বকুল, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাইয়ুম, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়, জনস্বাস্থ্য প্রকৌশলী আব্দুর রব ভূঁইয়া, উপজেলা সহকারী প্রোগ্রামার আশিষ চক্রবর্তী,সমাজসেবা কর্মকর্তা বিল্লাল হোসেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা ( ভারপ্রাপ্ত) মাসুম বিল্লাহ, আওয়ামী লীগ নেতা আব্দুল কাইয়ুম মশাহিদ প্রমুখ।