• ২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

সিলেট পল্লীবিদ্যুৎ সমিতি-২ এর সভাপতি নির্বাচিত হলেন মাস্টার নুর উদ্দিন

sylhetsurma.com
প্রকাশিত মার্চ ৩, ২০২৪
সিলেট পল্লীবিদ্যুৎ সমিতি-২ এর সভাপতি নির্বাচিত হলেন মাস্টার নুর উদ্দিন

কানাইঘাট প্রতিনিধিঃ সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর সভাপতি নির্বাচিত হয়েছেন কানাইঘাটের বাসিন্দা মাস্টার নুর উদ্দিন। গত শনিবার সকাল সাড়ে ১১টায় সিলেট পল্লীবিদ্যুৎ সমিতি-২ এর বার্ষিক সাধারণ সভা পল্লীবিদ্যুৎ সমিতির সদর দপ্তর জৈন্তাপুর উপজেলায় অনুষ্ঠিত হয়। পল্লীবিদ্যুতায়ন বোর্ডের উর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে সমিতির পরিচালকদের প্রত্যক্ষ ভোটে মাস্টার নুর উদ্দিন সিলেট পল্লীবিদ্যুৎ সমিতি-২ এর সভাপতি নির্বাচিত হন। এর আগে মাস্টার নুর উদ্দিনপল্লীবিদ্যুৎ সমিতি-২ এর কোষাধ্যক্ষ, সচিব পদে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন। পাশাপাশি তিনি বর্তমানে পল্লীবিদ্যুৎ সমিতি-২ এর এলাকা-৫ এর পরিচালকের দায়িত্ব পালন করে আসছেন।
১৯৯৮ সালে সিলেট পল্লীবিদ্যুৎ সমিতি-২ প্রতিষ্ঠার পর কানাইঘাটের কোন বাসিন্দা প্রথমবারের মতো সমিতির সভাপতি নির্বাচিত হয়েছেন। মাস্টার নুর উদ্দিন এর বাড়ি কানাইঘাট সদর ইউনিয়নের ছোটদেশ গ্রামে। তিনি কানাইঘাট বড়দেশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন। পল্লীবিদ্যুৎ সমিতি-২ এর পরিচালক নির্বাচিত হওয়ার পর অত্যন্ত সফলতার সহিত দায়িত্ব পালনের পাশাপাশি পল্লীবিদ্যুৎ গ্রাহকদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় দেখা সহ সমিতির সুনাম বয়ে আনার জন্য নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছেন। এদিকে সিলেট পল্লীবিদ্যুৎ সমিতি-২ এর সভাপতি নির্বাচিত হওয়ায় পল্লীবিদ্যুতায়ন বোর্ডের কর্মকর্তা, পরিচালক, পল্লীবিদ্যুৎ সমিতি-২ এর কর্মকর্তা এবং বিদ্যুৎ গ্রাহকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মাস্টার নুর উদ্দিন। দায়িত্ব পালনে পল্লীবিদ্যুৎ সমিতি-২ এর পরিচালক, কর্মকর্তা এবং পল্লীবিদ্যুতের প্রাণ সমিতির বিদ্যুৎ গ্রাহকদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেছেন তিনি।
এছাড়া মাস্টার নুর উদ্দিন পল্লীবিদ্যুৎ সমিতি-২ এর সভাপতি নির্বাচিত হওয়ায় কানাইঘাট পল্লীবিদ্যুৎ সমিতির সর্বস্তরের গ্রাহক সহ বিভিন্ন মহল তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। গ্রাহকদের প্রত্যাশা নবনির্বাচিত সভাপতির সুযোগ্য নেতৃত্বে সিলেট পল্লীবিদ্যুৎ সমিতি-২ এর অগ্রযাত্রা আরো তরান্বিত হবে এবং বিদ্যুৎ গ্রাহকরা সব ধরনের উন্নত সেবা পাবেন।