• ২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

নকশী বাংলা ফাউন্ডেশন এর ইফতার মাহফিল ও কুরআন বিতরণ –

sylhetsurma.com
প্রকাশিত এপ্রিল ১, ২০২৪
নকশী বাংলা ফাউন্ডেশন এর ইফতার মাহফিল ও কুরআন বিতরণ –

সেচ্ছাসেবী সংস্থা নকশী বাংলা ফাউন্ডেশন এর আয়োজনে ২১ রামাদান, সোমবার নগরীর একটি অভিজাত রেষ্টুরেন্টে মাহে রামাদানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা, ইফতার মাহফিল ও পান্ডুলিপি প্রকাশনা কর্তৃক প্রকাশিত শায়খ এইচ এম শফিকুর রহমান আল-মাদানী অনূদিত ‘আল কুরআনুল করিম-এর সহজ তরজমা’ ফ্রি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ কবি কালাম আজাদ বলেন, সুন্দর জীবন গঠনে কুরআন মানুষকে আলোর পথ দেখায়। কুরআন মানুষের জীবনের মহা সংবিধান, মানুষের কল্যাণের সকল দিকনির্দেশনা আল্লাহ তায়ালা কুরআনে বর্ণনা করেছেন। কুরআন তিলাওয়াতের পাশাপাশি কুরআনের অর্থ অনুধাবন করে বাস্তব জীবন পরিচালনা করতে পারলেই উন্নততর হবে আমাদের জীবনমান। রামাদান কুরআন নাজিলের মাস, সেই মাসে বেশিবেশি করে কুরআন তিলাওয়াতের পাশাপাশি কুরআনের আলোকে জীবন পরিচালনায় সবাইকে এগিয়ে আসতে হবে।

নকশী বাংলা ফাউন্ডেশন এর সভাপতি প্রিন্সিপাল শাহীনুর রহমান চৌধুরী এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রোটারিয়ান মাজহারুল ইসলাম জয়নাল এর পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন,মো: হাবিবুর রহমান । বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ ব্যাংকের পরিচালক মো: আমিনুল,বাংলাদেশ ব্যাংকের পরিচালক মো: আনিসুর রহমান, এমসি কলেজের সহযোগী অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান,প্রফেসর আবুল কালাম আজাদ,
রামাদানের তাৎপর্য সম্পর্কে মূখ্য আলোচনা পেশ করেন, ইসলামী ব্যাংকের সহকারী পরিচালক মুন্সী আব্দুল কাদির।

জকিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুস সবুর, বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা জুবায়েরুল হাসান,সাংবাদিক সৈয়দ মুহিবুর রহমান মিছলু, সমাজকল্যাণ সম্পাদক জান্নাতুল রেশমা রুমা, সাহিত্য সম্পাদক এম এ ওয়াহিদ চৌধুরী, জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি জামাল আহমদ, পিসফুল টুরিস্ট ক্লাবের সাধারণ সম্পাদক মো: জামিল আহমদ, নকশী বাংলা ফাউন্ডেশন এর আজীবন সদস্য, বদরুল ইসলাম খান, রোটারিয়ান মো: ইমরান হোসাইন,সাংবাদিক রায়হান আহমদ, মুহাম্মদ কামরুজ্জামান, জে এফ চৌধুরী ফাহিম, রুহুল ইসলাম, শরিফ আহমদ প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, নকশী বাংলা ফাউন্ডেশনের আজকের অনুষ্ঠান সম্পূর্ণ ব্যতিক্রম। এখানে যারা উপস্থিত হয়েছি আমারা সবাই ভাগ্যবান কেননা আজকের অনুষ্ঠানের প্রধান লক্ষ্য কুরআনকে বিতরণ এবং গ্রহণ। আল-কুরআনকে গ্রহণ করে একে নিজ জীবনে বাস্তবায়ন করতে পারলেই আমরা সত্যিকার অর্থে ভাগ্যবান হয়ে উঠবো।   প্রেস বিজ্ঞপ্তি