• ২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

এ প্লাস পেয়েছে নাহিদ উদ্দিন গালিব

sylhetsurma.com
প্রকাশিত মে ১৩, ২০২৪
এ প্লাস পেয়েছে নাহিদ উদ্দিন গালিব

সিলেটের ঐতিহ্যবাহী বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে এবার সিলেট শিক্ষা বোর্ডের অধিনে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে জিপিএ-৫ পেয়েছে মো. নাহিদ উদ্দিন গালিব।  সে সিলেট সদর উপজেলার নলকট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা মোহাম্মদ বোরহান উদ্দিনের ২য় ছেলে ।  তার মা একজন গৃহিনী। তারা তিন ভাই। নাহিদ দ্বিতীয়। তাদের বাড়ি সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানার কান্দিগাঁও ইউনিয়নের সোনাতলা গ্রামে।  নাহিদ বরাবরই লেখাপড়ায় কৃতিত্বের স্বাক্ষর রেখে যাচ্ছে। জেএসসি পরীক্ষাতেও সে এ প্লাস পেয়েছিল।  প্রতিদিন গড়ে ৫/৬ ঘন্টা নিয়মিত লেখাপড়া করে নাহিদ।   বড় হয়ে সে একজন আদর্শ নাগরিক হিসাবে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে চায়।   নাহিদ অস্ট্রেলিয়া প্রবাসী সাংবাদিক ইদ্রিছ আলীর ভাগ্না।  তার বাবা ও মা নাহিদের ভবিষৎ জীবনে সাফল্যের জন্য সবার দোয়া চেয়েছেন।  প্রেস বিজ্ঞপ্তি